গ্রাম্য বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ, বেপরোয়া ইটবৃষ্টিতে জখম ৮ পুলিশকর্মী
Police attacked while settling rural disputes, 8 policemen injured in reckless brickstorm

The Truth of Bengal: পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ। গ্রাবাসীর বেপরোয়া ইঁটবৃষ্টিতে মাথা ফেটেছে এক পুলিশকর্মীর। বীরভূমের রামপুরহাটের মল্লারপুরের পাথায় গ্রামের ঘটনা। পুলিশ আক্রান্ত হওয়ার পর শুরু হয় অভিযান। এখনও পর্যন্ত আটক ৮। গোটা গ্রাম এখন পুরুষশূন্য। চলছে পুলিশি টহল। গ্রাম্য পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বচসা থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। জখম হয়েছেন ৮ পুলিশকর্মী। বীরভূমের রামপুরহাটের মল্লারপুরের পাথায় গ্রামের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে গ্রামে এলে পুলিশকর্মীদের লক্ষ্য করে বেপরোয়া ইঁটবৃষ্টি করে গ্রামবাসীরা। তাতে আহত হন মল্লারপুর থানার ৮পুলিশকর্মী। এখনও উত্তপ্ত এলাকা। গ্রামের প্রদ্যুৎ মাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে প্রতিবেশী এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার। যা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
বৃহস্পতিবার সকালে প্রদ্যুৎ মালের লোকজন ওই মহিলার বাড়িতে এলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারধর শুরু হয়। ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মল্লারপুর থানার পুলিশ বাহিনী। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তিকে পুলিশ কলার ধরে মারধর সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তখন গ্রামের ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি শুরু করে। ইঁটের আঘাতে দুই এএসআই-সহ মোট আটজন পুলিশকর্মী আহত হন। এক পুলিশকর্মীর মাথা ফাটে।
জখম পুলিশ কর্মীদের মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ সিকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে যায়। পুলিশের ওপর হামলার ঘটনায় পরে অভিযান শুরু হয়। ৮ জনকে আটক করে পুলিশ। ঘটনার পর পুরুষশূন্য হয়ে পড়ে গোটা গ্রাম। সেখানে যান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।