অষ্টমী তিথিতে আমবাড়ি ফালাকাটায় পুণ্যার্থীদের ঢল, এর পেছনে কোন ঐতিহ্যবাহী ইতিহাস লুকিয়ে রয়েছে জানেন কি?
Pilgrims flock to Ambari Falakata on Ashtami Thithi, do you know what traditional history is hidden behind it?

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- ঐতিহ্যবাহী অষ্টমী তিথি উপলক্ষে করতোয়া নদীতে পূর্ণ গঙ্গাস্নান ঘিরে পুণ্যার্থীদের ঢল আমবাড়ি ফালাকাটায়। কথিত রয়েছে করোতোয়া নদীতে পঞ্চপান্ডব স্নান করেছিল। সেই থেকেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা করোতোয়া নদীতে অষ্টমী তিথিতে পূর্ণ গঙ্গাস্নান হয়ে আসছে। আর সেই গঙ্গা স্নান করতে প্রতিবছড় লক্ষাধিক মানুষের সমাগম হলেও এ বছর তুলনামূলকভাবে পুন্যার্থের সংখ্যা কম। তবুও শনিবার সকাল থেকে কয়েক হাজার পূণ্যার্থীর সমাগম দেখা গেল গঙ্গা স্নান করতে।
শিলিগুড়ি জলপাইগুড়ি সহ কোচবিহার থেকেও প্রচুর পূর্ণা এসেছিল গঙ্গা স্নান করতে। উন্নতিদের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছিল। পূর্ণ নেত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে করোতো নদীতে নামানো হয়েছিল বিপর্যয় মোকাবেলার দল। স্নান উপলক্ষে প্রতিবছর ৭ দিনের মেলা থাকলেও এবছর নির্বাচনের কারণে তা বন্ধ। পূর্ণ স্নান করার পর পুণ্যার্থীদের দই চিরে মুরি খেতেও দেখা যায়। এছাড়াও না আমি উপলক্ষে একদিনের মেলার আয়োজন করা হয়। গঙ্গাস্নান উপলক্ষে প্রচুর সাধু সন্ন্যাসী এসে হাজির হয়েছে। এই বিশয়ে পূর্ণাথীরা জানায় খুব ভালো লাগছে। প্রতি বছর আসা হয়। অনেকে জানায় প্রথম বছর এসে খুব ভালো লাগছে। অনেক ব্যবসায়ী জানায় প্রতি বছরের তুলনায় এবছর ভক্তের সমাগম কম। এর কারন নির্বাচন ও রাস্তার অবস্থা বেহাল থাকার কারণ। অন্য দিকে এই বিশয়ে মা গঙ্গা সংঘ তথা মেলা কমিটির সদস্য বাবলু রায় জানায় সব স্নান বার বার করোতুয়া স্নান একবার, ৫৬ বছর ধরে স্নান উপলক্ষে প্রতি বছর সাত দিনব্যাপী মেলার আয়োজন থাকলেও এবছর নির্বাচনের কারণে তা বন্ধ রাখা হয়েছে। প্রতিবছর লক্ষাধিক লোকের সমাগম হয়। এ বছরও পূর্ণাথীরা আসা শুরু করেছে।