রাজ্যের খবর

লোকালয়ে ঢুকে পড়ল জোড়া বাইসন, আহত ১ 

Pair of bison enter locality, 1 injured

Truth Of Bengal: বৃহস্পতিবার সকালে ফালাকাটা শহরের এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের চুয়াখোলা এলাকায় ঢুকে পড়ে দুটি বাইসন। এলাকায় প্রবেশ করার পর রীতিমত তাণ্ডব চালায় ওই এলাকায়। জানা যায়, এদিন জমিতে কাজ করছিলেন বিশ্বজিৎ বিশ্বাস নামের এক ব্যক্তি। তাকে পিছন থেকে এসে গুঁতো মারে একটি বাইসন। তার গুঁতোয় গুরুতর জখম হন ওই ব্যাক্তি।

এছাড়াও ওই এলাকার আরও একজনকে আক্রমণ করে বাইসনগুলি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিশ্বজিৎ বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাথে সাথে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা।

Related Articles