৭৩৬০ টি বুথের মধ্যে ২৮৩০ টি বুথ স্পর্শকাতর, কড়া নজরদারিতে ভোটগ্রহণ মালদা ও মুর্শিদাবাদের ৪ কেন্দ্রে

The Truth Of Bengal Desk : মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস একবারও জিততে পারেনি। ২০১৯ এর লোকসভা নির্বাচনে একটি কংগ্রেস এবং অন্যটি বিজেপি দখল করে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সঙ্গেই মালদার দুটি লোকসভা কেন্দ্রের ভোটাররাও আগামী পাঁচ বছরের জন্য নিজেদের সাংসদ বেছে নেবেন। মালদার মানুষের সমর্থন নিয়ে সেখানে খাতা খুলতে মরিয়া তৃণমূল। অন্যদিকে জমি ধরে রাখার লড়াইয়ে নেমেছে কংগ্রেস ও বিজেপি। মানুষের রায় কোন দিকে গেল তা জানা যাবে আগামী ৪ জুন। কড়া নিরাপত্তা বলয়ে নির্বাচন। প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তৃতীয় দফাতেও সেই ধারা বজায় রাখতে মরিয়া কমিশন। প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী নজরদারি। প্রতিটি বুথে ওয়েব কাস্টিং। প্রস্তুত কিউ আর টি বা কুইক রেসপন্স টিম। ক্রিটিক্যাল বুথের জন্য বিশেষ ব্যবস্থা। আবহাওয়ার কথা মাথায় রেখেও বিশেষ বন্দোবস্ত বুথে বুথে।
তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ।
এই চারটি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করছেন মোট ৫৭ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৫৪ জন এবং মহিলা প্রার্থী তিনজন। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে কম প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে আছেন ১১ জন প্রার্থী।
এই চারটি লোকসভা কেন্দ্রে মোট ভোটার ৭৩ লক্ষ ৩৭ হাজার ৬৫১ জন। তৃতীয় দফায় ৭৩৬০ টি পোলিং স্টেশনে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
মালদা উত্তর – মোট পোলিং স্টেশন ১৮১২টি
মালদা দক্ষিণ – মোট পোলিং স্টেশন ১৭৫৯
জঙ্গিপুর – মোট পোলিং স্টেশন ১৮৫১ টি
মুর্শিদাবাদ – মোট পোলিং স্টেশন ১৯৩৮ টি
এই চার কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোটার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। এক নজরে দেখে নেওয়া যাক এই চার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা:
মালদা উত্তর – ১৮ লক্ষ ৬২ হাজার ৩৫ জন
মালদা দক্ষিণ – ১৭ লক্ষ ৮২ হাজার ১৫৯ জন
জঙ্গিপুর – ১৮ লক্ষ ৫ হাজার ৩৬০ জন
মুর্শিদাবাদ – ১৮ লক্ষ ৮৮ হাজার ৯৭ জন
তৃতীয় দফায় চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল বুথ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ১৮৫১ টি বুথের মধ্যে ৭৬২টি বুথ ক্রিটিক্যাল।
দেখে নেওয়া যাক এই চার কেন্দ্রের ক্রিটিক্যাল বুথের পরিসংখ্যান:
মালদা উত্তর:
মোট বুথ ১৮১২টি, ক্রিটিক্যাল বুথ ৬৯১ টি
মালদা দক্ষিণ:
মোট বুথ ১৭৫৯ টি, ক্রিটিক্যাল বুথ ৭০২ টি
জঙ্গিপুর:
মোট বুথ ১৮৫১ টি, ক্রিটিক্যাল বুথ ৭৬২টি
মুর্শিদাবাদ:
মোট বুথ ১৯৩৮ টি, ক্রিটিক্যাল বুথ ৭১৫টি
তৃতীয় দফায় চারটি লোকসভা কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয়ে সাজানো হয়েছে। থাকছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তা। এই চারটি কেন্দ্রে মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে ৩৩৪ কোম্পানি। রাজ্য পুলিশ থাকছে ১৩,৬০১।
মালদা উত্তর ও দক্ষিণ-
কেন্দ্রীয় বাহিনী: ১৪৪ কোম্পানি
রাজ্য পুলিশ: ৫৪৮২
জঙ্গিপুর:
কেন্দ্রীয় বাহিনী: ৬৪ কোম্পানি
রাজ্য পুলিশ: ২৬২৮
মুর্শিদাবাদ:
কেন্দ্রীয় বাহিনী: ১২৬ কোম্পানি
রাজ্য পুলিশ: ৫৪৯১