রাজ্যের খবর

বিশ্বনবী দিবস উপলক্ষে উলুবেড়িয়ার একাধিক এলাকায় অনুষ্ঠিত হলো ‘জলুস’

On the occasion of World Prophet Day, processions were held in several areas of Uluberia

Truth Of Bengal: হাওড়া, দেবাশীষ গুছাইত: সোমবার সারাদেশে পালিত হলো বিশ্বনবী হযরত মহম্মদের জন্মদিন, আর এই বিশ্বনবীর জন্মদিনকে বলা হয় ঈদে মিলাদুন্নবী, এই উপলক্ষে সম্প্রীতির জুলুসের মুল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার গঙ্গারামপুর থেকে । বেলা ১১টার উলুবেড়িয়ার গঙ্গারামপুর থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জুলুস শুরু হয় এবং রাস্তার দুপাশে সম্প্রীতির লক্ষ্যে জনসাধারণকে গোলাপ ফুল ও মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম ঘোষ, উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় কুমার দে, আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস। তিনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সম্প্রীতির জুলুসের আয়োজকদের এবং উলুবেড়িয়া বাসীকে প্রীতি ও শুভেচ্ছা জানান, উলুবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।

মিছিলে আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান পারিষদ সেখ আকবর আলি। আয়োজক সংগঠনের পক্ষে আলহাজ্ব আব্দুর রহমান বলেন প্রতি বৎসরের মতো এ বৎসরেও শান্তিপূর্ণ ভাবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস অনুষ্ঠিত হয়েছে এবং উলুবেড়িয়া পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষে ধন্যবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে সকল মানুষের সহযোগিতা আমাদের ধন্য করেছেন, অনুষ্ঠিত আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব সাইফুল ইসলাম,সেখ মইদুল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাগনান বাসস্ট্যান্ড বিশ্বনবী দিবস উদযাপন কমিটির পক্ষ হতে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
অপরদিকে হাজী ইসাহাক সিদ্দিকী রঃ সোশ্যাল ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবছরের নয় এ বছরেও বিশ্ব নবী দিবস উপলক্ষে শান্তি মিছিল ও বাইক র‍্যালি অনুষ্ঠিত হয় ৫৮ গেট পুলিশ ফাঁড়ি হইতে দক্ষিণ জগদীশপুর উলুবেরিয়া হিয়ার রাস্তার মোড় পর্যন্ত। উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ জুবায়ের হোসেন ফুরফুরা শরীফ, কলকাতা হাইকোর্টের আইনজীবী আবু মুসা, মাওলানা আব্দুস সালাম ফাতেহী হাজী ইসহাক সিদ্দিকী রঃ সোস্যাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।

উপস্থিত ছিলেন হাজী ইসাহাক সিদ্দিকী রঃ সোস্যাল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার আলামিন কাজী। উপস্থিত ছিলেন ডাক্তার জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন প্রফেসর শেখ আকবর। উপস্থিত ছিলেন গড়চুমুক ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু গিরি । আরো উপস্থিত ছিলেন উলুবেরিয়া থানার এ এস আই সঞ্জীব কুমার দাস ।

Related Articles