গোপীবল্লভপুরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ
Old woman's body recovered from pond in Gopivallabhpur

The Truth Of Bengal,দেবব্রত বাগ – ঝাড়গ্রাম: পুকুর থেকে উদ্ধার বৃদ্ধা মহিলার মৃতদেহ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বড় আসনবনি গ্রামের এক ব্যক্তির পুকুরে বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন দেখতে পান এক বৃদ্ধা মহিলার দেহ পুকুরে ভাসছে।
তড়িঘড়ি খবর দেওয়া হয় বেলিয়াবেড়া থানার পুলিশকে। বেলিয়াবেড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ইতিমধ্যে ঝাড়গ্রাম মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তির জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে, বড় আসনবনি গ্রামের এক ব্যক্তির বাড়ির পুকুরে এই বৃদ্ধা মহিলার মৃতদেহ ভাসতে দেখা যায়।
জানা গেছে, পার্শ্ববর্তী চৈনিশোল গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা, মৃত ওই বৃদ্ধা মহিলার নাম বাহালেন হাঁসদা, বয়স আনুমানিক ৬৫ বছর। তবে ওই মহিলা মদ্যব অবস্থায় ছিলেন অনুমান স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মদ্যপ অবস্থায় এলাকায় ওই মহিলা ঘোরাঘুরি করছিলেন ওই বৃদ্ধা। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তার খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।