রাজ্যের খবর
প্রচন্ড গরমে নাজেহাল উত্তরবঙ্গ, তৃষ্ণা মেটাতে লোকালয়ে হাজির গজরাজের দল
North Bengal, suffering from extreme heat, Gajraj's team appeared in the locality to quench their thirst

The Truth Of Bengal : প্রকাশ মন্ডল, আলিপুরদুয়ার :- প্রচন্ড গরমে নাজেহাল উত্তর বঙ্গের মানুষ, নাজেহাল অবস্থায় বন্যপ্রাণীরাও। তৃষ্ণা মেটাতে একটু জলের খোঁজে জঙ্গলের ধারে লোকালয়ে নদীর ধারে চলে আসছে গজরাজের দল। আলিপুরদুয়ার জেলার জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে নিত্যদিনই দেখা যাচ্ছে একই রকম চিত্র। কখনও জয়ন্তী আবার কখনও তোর্ষা নদীর ধারে দেখা যাচ্ছে হাতিদের দল।
এমন বীভৎস গরমে নাজেহাল সকলেই। রাস্তায় দেখা যায়না মানুষজন।সকালে সূর্যের তাপের রেশ থেকে যায় বিকেল পর্যন্ত। রাতেও কমতে চায় না গরম। মানুষের পাশাপাশি নাজেহাল বন্য প্রাণীরা। এদিকে শুকিয়ে যাচ্ছে নদী ও জলাশয়ের জল। সেই কারণে অল্প জলেই তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীর ভিজিয়ে নিতে দেখা যাচ্ছে হাতিদের।