
The Truth of Bengal: সাগর থেকে পাহাড়–মানুষ মেতে ওঠে উৎসবের আমেজে। কনকনে শীত নেই বঙ্গে। তাও ভাটা পড়েনি মানুষের উৎসাহে। উত্তর থেকে দক্ষিণ- পূর্ব থেকে পশ্চিম, বর্ষ বিদায়ের দিনে উপচে পড়া ভিড় পিকনিক স্পটগুলিতে। উৎসবের আমেজে দিনটি কাটাল মানুষ। শেষ একটা বছর। এবার নতুন বছরের আবাহন। অন্য বছরের তুলনায় একটু বেশি উষ্ণতাসঙ্গে নিয়ে উৎসবে মেতে ওঠে মানুষ।
বছরের শেষদিন ও প্রথমদিনে শীত পড়বে কি পড়বে না? এই নিয়ে একটা সংশয় ছিল। রবিবার সকাল থেকে দেখা গেল পারদ নেমেছে ১ থেকে ২ ডিগ্রি। কনকনে শীত না থাকায় একটু মন খারাপ হলেও বছরের শেষ দিনে উৎফুল্ল উৎসবমুখর মানুষ। রাজ্যে বিভিন্ন পিকনিকস্পটগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় সকাল থেকে।
বছরশেষে পিকনিকের আনন্দে মেতেছে আট থেকে আশি। উত্তর ২৪ টাকিতে দেখা গেল বহু মানুষের ভিড়। দূর দূর থেকে মানুষ আসে পিকনিক করতে। বছর শেষের আনন্দে বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন পরিবার-পরিজন মিলে মেতে ওঠে আনন্দে। রাজ্যজুড়ে অগণিত মানুষ উৎসবে মেতে ওঠায় সতর্ক ছিল পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব জায়গায় পুলিশ মোতায়েন ছিল। বছরের শেষদিন ও বর্ষবরণের দিনে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সজাগ পুলিশ। বছরের শেষদিন রবিবার ভোরে কুয়াশার দাপট দেখা যায় বেশ কয়েকটি জেলায়। বেলার দিকে মেঘে ঢাকা আকাশে রোদের উঁকিঝুকি থাকলেও বেশ ভাল ঠান্ডা ছিল। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া বইতে থাকে। সব মিলিয়ে পিকনিকের আনন্দে মেতে ওঠার জন্য একেবারের আদর্শ পরিবেশ। তাই বছরের শেষদিনে উৎসবপ্রিয় মানুষ নিজেদের ভাসিয়ে দেয় আনন্দে।