রাজ্যের খবর

নতুন নীতি আসছে রাজ্য পুলিশে, মহিলা কনস্টেবলদের পোস্টিং নিজ জেলায়

New policy coming in state police, posting of women constables in home districts

The Truth Of Bengal: অবশেষে ১০ বছর পর রাজ্য পুলিশ মহিলা কনস্টেবলদের নিজের জেলায় পোস্টিংয়ের নীতি আনতে চলেছে। নবান্ন সূত্রে খবর, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিবাহিত বা সন্তানসম্ভবা মহিলা কনস্টেবলরা যাতে পছন্দসই জায়গায় বদলি হতে পারেন। গ্রামীণ এলাকায় মেয়েদের বিক্ষোভ সামলাতে বাড়তি মহিলা পুলিশ রাখার উপরও জোর দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকার মহিলারা ছোটোখাটো ইস্যুতে বিক্ষোভে নেমে পড়ছেন। কম সংখ্যক মহিলা কনস্টেবল থাকায় পুরুষ পুলিশ কর্মী দিয়েই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। ফোর্সের সমবন্টন চাইছেন পুলিশ কর্তারা।

কমিশনারেটগুলিতে মহিলা পুলিশ কর্মীর সংখ্যা যেখানে প্রায় ৩০ শতাংশ, সেখানে গ্রামীণ এলাকায় এই হার প্রায় ১৫ শতাংশ। তাই এবার নবান্ন গ্রামীণ এলাকায় মহিলা ফোর্সের সংখ্যা বাড়াতে তৎপর হয়েছে। গ্রামীণ এলাকার থানাগুলিতে মহিলা পুলিশ কর্মীর সংখ্যার ভিত্তিতে তৈরি করা হয়েছে তালিকা। কোথায় কত মহিলা পুলিশ দেওয়া হবে, তা ঠিক হবে কোনও নির্দিষ্ট এলাকার জনংসখ্যা এবং অপরাধ প্রবণতা বিশ্লেষণ করে। গ্রামীণ এলাকার বহু থানায় মহিলা পুলিশ কর্মীদের চেঞ্জিং রুম ও রেস্টরুমের ব্যবস্থা নেই। অনেক থানায় তাঁদের শৌচালয়ের অবস্থাও খুব একটা ভালো নয়।

নবান্ন তরফে এসব পরিকাঠামো দ্রুত গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে। বছরের পর বছর সরাসরি সাব ইনসপেক্টরের চাকরি পাওয়া অফিসাররা কমিশনারেটে থেকে যাচ্ছেন।  অনেকের অনীহা রয়েছে গ্রামীণ এলাকায় কাজ করায়। অথচ কমিশনারেট এলাকার বাইরে রাজ্য পুলিশে ৩৫০টি ওসি পরিচালিত থানা রয়েছে। সিনিয়র এসআইদের এখানের থানার দায়িত্ব পাওয়ার সুযোগ রয়েছে। কর্তাদের সিদ্ধান্ত, গ্রামীণ ও কমিশনারেট এলাকায় আধিকারিকদের ট্রান্সফার নিতে ইচ্ছুক পুলিশ কর্মীদের তালিকা স্বরাষ্ট্রদপ্তরে পাঠাতে বলা হবে। নবান্ন সূত্রে খবর, তার ভিত্তিতে দু’টি জায়গাতেই পুলিশ কর্মীদের বদলি করা হবে।

Related Articles