রাজ্যের খবর

ফের বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক

National Highway No. 10, the lifeline of Bengal-Sikkim, is closed again

Truth Of Bengal: পাহাড়ি রাজ্য সিকিমের সঙ্গে বাংলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল ১০ নম্বর জাতীয় সড়ক ফের বন্ধ থাকছে দু’দিনের জন্য। তবে এবার প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং রাস্তাঘাট সংস্কারের কারণেই এই সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে। শুক্রবার ভোর ৫টা থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ শনিবার পর্যন্ত এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)।

সূত্রের খবর, চলতি মরসুমের বৃষ্টির আগেই ধসে ক্ষতিগ্রস্ত অংশগুলির সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সংস্কারের কাজ হাতে নিয়েছে NHIDCL। যদিও নিত্যযাত্রী ও পর্যটকদের কথা মাথায় রেখে দিনে এক ঘণ্টার জন্য সড়ক আংশিকভাবে খোলা থাকবে। পাশাপাশি, প্রশাসনের তরফ থেকে পর্যটক এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য বিকল্প রুটেরও ব্যবস্থা করা হয়েছে।

বিকল্প রুট অনুযায়ী, শিলিগুড়ি থেকে সেবক, গরুবাথান, লাভা, আলগাড়া, ২১ মাইল, ১৭ মাইল হয়ে রংপো পথে সিকিম পৌঁছানো যাবে। এই রাস্তাগুলি আপাতত খোলা থাকবে এবং যান চলাচলের উপযুক্ত বলেই জানিয়েছে প্রশাসন। বৃষ্টি শুরু হওয়ার আগেই দ্রুত কাজ শেষ করে রাস্তা সচল করার লক্ষ্য নিয়েছে প্রশাসন। যদিও এই সাময়িক বন্ধে কিছুটা অসুবিধা হবে, তবে দীর্ঘমেয়াদে এটি নিরাপত্তা এবং যাতায়াতের স্বাচ্ছন্দ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles