রাজ্যের খবর

মহেশতলায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতালেন সাংসদ সায়নী ঘোষ

MP Sayani Ghosh graced the stage by singing at the Vijaya conference in Maheshtala

Truth Of Bengal : দক্ষিণ 24 পরগনা : জাহেদ ও প্রিয় : মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। প্রধান অতিথি সাংসদ সায়নী ঘোষ সহ মহেশতলা পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রবীণ তৃণমূল কর্মী সমর্থকদের সংবর্ধনা দেওয়া হয়।

সংসদ সায়নী ঘোষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাত লক্ষ ১০ হাজার এরও বেশি ভোটে জয়ী হওয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের কুর্নিশ জানান। পাশাপাশি বিজেপি ও সিপিআইএমকে তুপড়ির সঙ্গে তুলনা করেন তিনি। তুপড়ি নিয়ে খেলা করলে হাত তো পুড়বে বলেই মন্তব্য করেন তিনি। সাংসদ অনুষ্ঠান মঞ্চে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন।

Related Articles