রাজ্যের খবর

মাঝ গঙ্গায় দাড়িয়ে মা কালী! জলের স্রোতেও কালীর অনড় অবস্থানে অবাক সবাই   

Mother Kali standing in the middle of the Ganga! Everyone is surprised at the stubborn position of ink even in the stream of water

The Truth Of Bengal, দেবাশীষ গুছাইত, হাওড়া: এই রাজ্যে বহুল প্রচলিত হিন্দু দেব-দেবীদের মধ্যে মা কালী অন্যতম। বাংলার প্রতিটি কোণে মা কালির মন্দির চোখে পড়ে। এই মাকে নিয়ে এই বাংলাতেই বহু সাধক বহু গান রচনা করেছেন যা আজও বারোয়ারি কালীপূজা হোক মন্দিরের বা বাড়ির পূজা তার গান বাজে । এক কথায় বাংলার মাটি কে শক্তির পিঠ বলেও উল্লেখ করা হয়।

সেই মাকে ঘিরেই এক অদ্ভুত চাঞ্চল্যকর ঘটনা ঘটলো রবিবার ভোর বেলাতে। স্থানীয় সূত্রে খবর গতকাল শনিবার চুনাভাটি এলাকায় জনৈক প্রদ্যুৎ নস্করের বাড়ির মানসিক রক্ষাকালী পূজা করেন। সারারাত পূজা অর্চনার পর রবিবার ভোর বেলায় পোদড়া পালেদের গঙ্গার ঘাটে কালী মায়ের প্রতিমা নিরঞ্জন করে বাড়ি ফিরে আসেন। প্রদ্যুৎ বাবু জানান সকাল ৬ টার দিকে ওই এলাকা থেকে তার কাছে ফোন আসে, ফোনে বলা হয় তাদের বাড়ির কালী প্রতিমা গঙ্গার বক্ষে দাঁড়িয়ে আছে। এই খবরে শুনে তাদের পরিবার হক চকিয়ে যান। এরপরই তারা ছুটে যান গঙ্গার ধারে। ততক্ষনে ওই গঙ্গার ঘাটে প্রচুর মানুষ ভিড় করেছেন ওই দৃশ্য দেখার জন্য।

সকলেই দেখছেন গঙ্গায় জলের স্রোত বইলেও তার মধ্যেই গঙ্গার বুকে প্রতিমা দাঁড়িয়ে আছে, যা দেখে অনেকের কাছে আশ্চর্য মনে হয়েছে। অনেকের বিশ্বাস স্বয়ং মা কালী তার ঐশ্বরিক ক্ষমতা বলেই কিছু বোঝাতে চেয়েছেন। পরিবারের লোক মনে করছেন পুজোতে তাদের কোন ভুল ত্রুটি হওয়ার জন্য মা যেতে চাননি, তাই ওইভাবে গঙ্গা বক্ষে দাঁড়িয়ে বোঝাতে চেয়েছেন। এই ঘটনা দ্রুত গতিতে মুখে মুখে ছড়িয়ে পড়ার পর গঙ্গার ঘাটে ভিরের সংখ্যা বাড়তে থাকে। ঘটনাস্থলে নাজিরগঞ্জ থানার পুলিশ আসে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য। পরিবারের তরফ থেকে মায়ের কাছে ক্ষমা চেয়ে পুনরায় পুজো করে গঙ্গা বক্ষে প্রতিমা ভাসিয়ে দেন। গোটা ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে।

FREE ACCESS

Related Articles