রাজ্যের খবর

৭মাস আগে নিখোঁজ বছর ষোলোর তরুণী! মেয়েকে ফিরে পেতে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হতে চান পরিবার

Missing 16 year girl

The Truth of Bengal: একমাত্র মেয়ে।বড় স্নেহের।বাবা –মা তাঁকে মমতার বাঁধনে বেঁধে রাখে।পড়াশোনা থেকে ইচ্ছাপূরণ সবই করেন তাঁর। আকবর শেখ ও রোজিনা বিবি-র  একমাত্র কন্যা কারীমা শেখ এখন একাদশ শ্রেণিত পড়ে। মেয়েই তাঁদের কাছে  নয়ণের মণি। সেই নয়ণের মণিকে চোখে হারাচ্ছেন তাঁরা বাবা-মা। কারণ প্রায় ৭মাস ধরে কোনও খোঁজই নেই জীবনতলার শ্রীকৃষ্ণপুরের কারীমার।

বছর ষোলোর তরুণীর জন্য হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছে তাঁর বাবা –মা। মহিলা কমিশন থেকে জীবনতলা থানা সর্বত্র গেছেন অসহায় দম্পতি।তবুও কোনও সন্ধান মেলেনি ঘুটিয়ারী শরিফের স্কুল পড়ুয়ার। ৭মাস আগে বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়েছিল কারীমা। কিন্তু পরীক্ষার শেষ হওয়ার পর আর বাড়ি ফেরেনি সে।অনেক খোঁজা- খুঁজি করেও  মেয়েকে খুঁজে পায়নি তার বাবা –মা।

ভালোবাসার সন্তানের বাড়ির ঠিকানা  ছেড়ে অন্যত্র হারিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন তাঁদের অভিভাবকরা।এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে এই উদ্বিগ্ন পরিস্থিতির কথা তুলে ধরতে ব্যাকুল তাঁরা।প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে মেয়েকে ফিরে পাওয়ার কাতর আবেদন পৌঁছে দিতে মরিয়া তাঁরা।একটাই আশা,শূন্য ঘর পূর্ণ হবে একদিন ? ফিরে আসবেন স্নেহের সন্তান। এখন সেই পথ চেয়েই বসে আছেন জীবনতলার শ্রীকৃষ্ণপুরের  এই পরিবার।

Free Access

Related Articles