Migrant Arrests: হরিয়ানায় ‘বাংলাদেশি’ তকমায় নদিয়ার ১৫ পরিযায়ী শ্রমিক গ্রেফতার, উদ্বিগ্ন পরিবার
Migrant Arrests saw 15 Nadia workers from Chapra held in Haryana over Bengali language suspicion, despite valid Indian documents.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: কেউ ১৫ বছর আবার কেউ কুড়ি বছর ধরে কাজ করতেন ভিন রাজ্যে। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে পুলিশের কাছে আটক পরিযায়ী শ্রমিকরা। চরম উৎকণ্টায় দিন কাটছে নদীয়ার চাপড়া থানার অন্তর্গত একাধিক পরিবারের(Migrant Arrests)। জানা যায় নদীয়ার চাপরা থানার অন্তর্গত বাঙ্গালঝি এলাকা থেকে শুকুর আলী শেখ, বশির আলী শেখ, অনাছ শেখ সহ প্রায় ১৫ জন শ্রমিক হরিয়ানায় কাজ করতেন।
[আরও পড়ুনঃ Odisha Rape: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগ NSUI নেতার বিরুদ্ধে]
মূলত কেউ কুড়ি বছর ধরে সেখানে কাজ করে কেউ আবার ১৫ বছর ধরে কাজ করে। সেখানে ভাঙাচোরা জিনিসের কেনাবেচা করতেন বলে জানা যায়(Migrant Arrests)। পরিবারের কাছে খবর আছে দিন কয়েক আগে যেহেতু তারা বাংলা বলেন সেই কারণে তাদেরকে বাংলাদেশী সন্দেহে হরিয়ানা পুলিশ আটক করে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
পরিবারের তরফে তাদের কাছে চাপড়া পুলিশের মাধ্যমে অরিজিনাল ভারতীয় সব নথিপত্র পাঠানো হয়। কিন্তু তাও তাদের মুক্তি দেওয়া হয়নি(Migrant Arrests)। সেই কারণেই চরম উৎকণটায় দিন কাটছে একাধিক পরিবারের। তাদের দাবি অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ তিনি বিষয়টি তদন্ত করে যাতে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসে সেই ব্যবস্থা করুক।






