মুর্শিদাবাদে সম্প্রীতির বার্তা, সামাজিক বার্তা ইউসুফ পাঠানের
Message of Harmony in Murshidabad, Social Message by Yusuf Pathan

Truth of Bengal: বহরমপুরে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। অংশ নিলেন একাধিক কর্মসূচিতে। কালীপূজো ও দীপাবলীর মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে উঠল অনুষ্ঠানের মধ্য দিয়ে। সাধারণ মানুষের স্বার্থে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। কংগ্রেসের ‘রবিনহুড’ বলে পরিচিত অধীররঞ্জন চৌধুরীকে পরাজিত করে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান।
ভারতের প্রাক্তন এই দাপুটে ক্রিকেটার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে তার নিজের লোকসভা কেন্দ্রে একাধিক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়েছেন। যখন দিওয়ালি ও দীপাবলি উৎসবে গোটা দেশ উৎসব উন্মাদনার মধ্যে ভাসছে তখন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের পাশে পৌঁছে গিয়েছেন ইউসুফ। সামাজিক কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছেন।
মুর্শিদাবাদ জেলার প্রয়াত শিল্পপতি বাবর বিশ্বাসের স্মৃতিতে জীত চ্যারিটেবল সোসাইটি ও সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে এলাকার মানুষের জন্য অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ করা হয় ওই অনুষ্ঠানে। সাগরদিঘিতে এক অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।
ইউসুফ পাঠানের পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ জনপ্রতিনিধিরা। এই সামাজিক কর্মকান্ডে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। সম্প্রীতি বন্ধন গড়ে ওঠে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ ধরনের সামাজিক কাজে বারংবার অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন সাংসদ। কালীপুজো ও দীপাবলি উৎসবের সময় এমন কর্মযজ্ঞে খুশি এলাকার সাধারণ মানুষ।