রাজ্যের খবর

CAA-এর বিরুদ্ধে পথে মতুয়ারা, শর্ত ছাড়াই নাগরিকত্ব দেওয়ার দাবি

Matuara on the way against CAA

The Truth of Bengal: সম্প্রতি দেশজুড়ে চালু হয়েছে সিএএ। যেখানে সব শর্ত মেনে আবেদন করলে মিলবে নাগরিকত্ব। আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন এত শর্ত মানতে হবে-এই প্রশ্ন তুলে এবার পথে নামলেন মতুয়া, উদ্বাস্তু, নমঃশূদ্র শ্রেণীর মানুষ। নদিয়ার শুকনা অঞ্চলের চাঁদামারিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ করতে থাকেন তাঁরা। তাঁদের দাবি, শর্ত ছাড়াই নাগরিকত্ব দিতে হবে।

কিছুদিন আগে দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। যেখানে সব শর্ত মেনে আবেদন করলে মিলবে নাগরিকত্ব। প্রথমে খুশিও হলেও এখন ক্ষোভ ছড়াচ্ছে মতুয়াদের মধ্যে। রাজ্যের বিভিন্ন জায়গায় মতুয়া, উদ্বাস্তু, নমঃশূদ্র শ্রেণীর মানুষ বিরোধিতায় পথে নেমেছেন। কারণ তারা চেয়েছিলেন নিঃশর্ত নাগরিকত্ব। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার যে সমস্ত শর্ত নাগরিকত্ব আইনে লাগু করেছে, তাতে বহু মানুষ অনেক শর্তই পূরণ করতে পারবেন না। তাই নিঃশর্ত নাগরিকত্বের প্রতিবাদে এবার তাঁরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। নদিয়ার শুকনা অঞ্চলের চাঁদামারিতে নমঃশূদ্র, উদ্বাস্তু শ্রেণির মানুষজন রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ করতে থাকেন। তাদের একটাই দাবি, বর্তমানে যে নাগরিকত্ব আইন দেশজুড়ে চালু করা হয়েছে, সেটি পুরোপুরি ভাঁওতাবাজি। সাধারণ মানুষ অর্থাৎ নমঃশূদ্র উদ্বাস্তু, মতুয়া সম্প্রদায়ের মানুষজন এই আইন কোনওদিনই চাননি। মানুষকে ভাঁওতা দিতে কেন্দ্রীয় সরকার এই আইন লাগু করেছে বলে দাবি তাঁদের।

এখন মতুয়াদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে। তাঁদের ভোট দেন। তা হলে তাঁদের নাগরিকত্ব পেতে আবার অনেক শর্ত পূরণ করতে হবে কেন? এই প্রশ্ন তুলছেন মতুয়ারা। তাই কেন্দ্রীয় সরকার যে আইন কেন্দ্রীয় লাগু করেছে তা তারা মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। শর্ত ছড়াই তাঁদের নাগরিকত্ব দিতে হবে। আর তা না হলে মতুয়ারা আন্দোলন জারি রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Related Articles