সংশোধনাগার থেকেই অনলাইনে ক্লাস, গবেষণা শুরু করলেন মাওবাদী নেতা অর্ণব
Maoist leader Arnab started online classes and research from the correctional facility

The Truth Of Bengal: আবারও খবরের শিরোনামে অর্ণব দাম। সংশোধনাগারে থেকেই অনলাইনে ক্লাস করলেন তিনি। অনলাইনে ক্লাস করলেন একসময় মাওবাদী নেতা অর্ণব দাম। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের পিএইচডি দ্বিতীয় দিনের ক্লাস ছিল। মোট সাতজন পড়ুয়াকে নিয়ে বিশ্ববিদ্যালয়, ক্লাস শুরু হয়। তবে উপস্থিত থাকতে পারেনি অর্ণব। তার জন্য বিশেষ অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, এদিন দুটি বিষয় ক্লাস হয়। বিশ্ববিদ্যালয় তরফ থেকে জানানো হয়েছে, এদিন মোট দুটি বিষয়ের ওপর ক্লাস হয়। দুটি ক্লাসে ভার্চুয়ালিভাবে উপস্থিত ছিলেন অর্ণব। বর্ধমান জেলার সংশোধনাগার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অর্নবের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আপাতত তিনি ভার্চুয়ালি ভাবে ক্লাস করবেন। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান তানভীর নাসরিন বলেন, ” অনলাইন মাধ্যমে ক্লাস করছেন অর্ণব। আপাতত তিনি অনলাইনে ক্লাস করবে। বিশ্ববিদ্যালয় তরফ থেকে যেভাবে নির্দেশ মিলবে এর পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে” । উল্লেখ্য, গত ২৩ শে জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গিয়ে পিএইচডির প্রথম দিনের ক্লাস করেছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব।
দেশের মধ্যে এই প্রথম কোন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিএইচডি ক্লাস শুরু করলেন। এছাড়াও তিনি অন্যান্য পড়ুয়াদের সাথে পাশে বসেই ক্লাস করেছেন। পড়ার পাশাপাশি তিনি গল্প করেছেন আবার বিরতির সময় একসাথে বসে টিফিনও খেয়েছেন। উল্লেখ্য, একসময় ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন অর্ণব । বর্তমানে তিনি কলা বিভাগের ইতিহাসের উপর পিএইচডি করছেন। এক সময় মাওবাদী নেতা অর্ণবের বিরুদ্ধে শিলদা ইএফআর ক্যাম্পের হামলার অভিযোগ উঠেছিল। সেই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তারপরে সংশোধনাগার থেকেই অর্ণব ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এছাড়াও বর্তমানে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থেকে করার জন্য আবেদন করেছিলেন। এই বিষয়ে, উপাচার্য গৌতম চন্দ্র কারা দপ্তরের চিঠি দিয়ে জানতে চান অর্ণব কিভাবে ক্লাস করবেন। এরপর নানা জট কাটে প্রাক্তন সংসদ কুনাল ঘোষ উপাচার্যের সাথে ফোনে কথা বলে। তারপর ১৬ই জুলাই থেকে কারা দপ্তরে একটি চিঠিতে ফের জটিলতা তৈরি হয়। তখনই সেই বিষয়ে হস্তক্ষেপ করেন কুনাল।