রাজ্যের খবর
Trending

“আমাকে বোমা মেরে মেরে দাও, অভিষেককে খুন করে দিতে চেয়েছিল” – বিজেপির বোমা ফাটানোর হুঙ্কারকে কটাক্ষ মমতার

Mamata taunts BJP's bomb threat

The Truth Of Bengal : শনিবার মালদার সভায় শুভেন্দু অধিকারী  বলেছিলেন, রাজ্যে বোমা ফাটাবে বিজেপি। সেই বোমা ফাটানোর হুঙ্কারে রাজ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই কথার সূত্র ধরেই বিরোধী দলনেতার নাম না করে কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বীরভূমের দলীয় দুই প্রার্থী শতাব্দী রায়ও অসিত মালের সমর্থনে আয়োজিত, সভায় সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়েন বিজেপির সাহস থাকলে আমাকে বোমা মেরে দাও।ওঁরা তো অভিষককে মারার ষড়যন্ত্র করেছিল। যে যড়যন্ত্র  করেছিল তাকে ধরা হয়েছে।আসলে বিজেপি ভয় দেখিয়ে তৃণমূলের সবাইকে লড়াই থেকে সরিয়ে দিতে চাইছে। সেজন্য কখনও চন্দ্রনাথ সিংহকে ভয় দেখাচ্ছে কখনও অসিত মালকে ভয় দেখাচ্ছে।

এই ভয় দেখানোর রাজনীতির কাছে কখনই তৃণমূল কংগ্রেস মাথা নত করেনি,করবে না।একমাত্র বিজেপি তৃণমূলকেই ভয় দেখায় সেজন্যই ওরা বারবার তৃণমূলকে টার্গেট করে বোমা মারার হুঙ্কার দেয়।এবার আর ২০০পার হবে না,এবার দিল্লি থেকে বিজেপির অত্যাচারী সরকার উত্খাত হবেই।

Related Articles