কলকাতারাজ্যের খবর

আরজি কর কান্ডের প্রতিবাদ সভা থেকে সিবিআইকে ‘ডেডলাইন’ দিলেন মমতা! দিল্লিতে ধরনার হুঁশিয়ারি

Mamata gave a 'deadline' to the CBI from the RG Kar case protest meeting! Dharna warning in Delhi

Truth Of Bengal: কলকাতার আর জি কর হাসপাতালের ধর্ষণ করে খুনের মামলায় উত্তাল গোটা দেশ । এই নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন আমজনতা থেকে চিকিৎসক মহলের অনেকেই। শুক্রবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডোরিনা ক্রসিংয়ের জনসভা থেকে সিবিআই কে সময় সীমা বেঁধে দিলেন মমতা। এর আগে তিনি জনসভা থেকে পুলিশকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

১৮ আগস্ট অর্থাৎ রবিবারের মধ্যে পুলিশ যদি তদন্ত শেষ করে পদক্ষেপ না নিতে পারলে মামলাটি সিবিআই এর হাতে তুলে দেবেন । তবে পরে হাইকোর্ট এই তদন্তের ভার সিবিআই এর হাতে দেয়। শুক্রবার জনসভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন “সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে, তাহলে বৃহত্তর আন্দোলন হবে। দিল্লিতে গিয়ে আমরা ধরনা করব। সোমবার, রাখিবন্ধনের দিন আমাদের কর্মসূচি হবে সব ভাইবোনদের রক্ষার জন্য।” কলকাতা পুলিশকে ঠিক মত তদন্তের সময় না দিয়ে আদালত সিবিআই এর হাতে তুলে দেওয়ার তিনি রাজনীতির গন্ধ পাচ্ছেন ।

সভা থেকে তিনি আরও বলেন ‘‘আমি বলেছিলাম বাবা-মাকে, আমরা দোষীদের শাস্তি দেব। রবিবার পর্যন্ত সময় দিন। নয়তো সিবিআইকে মামলার তদন্তভার দিয়ে দেব। সিপিএম (CPM), বিজেপি (BJP) – আপনারা অপেক্ষা করতে পারতেন! পরিবারকে দোষ দিই না। আপনারা সময় দিলেন না। হাসপাতালের নমুনা সংগ্রহ করতে সময় লেগেছে। এগুলো বাইরে বলা যায় না। দোষীরা নিজের মতো ব্যবস্থা নিতে পারে। আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। আপনারাই রাজনীতি করলেন। আপনাদের তর সইছিল না।’’

এদিন বক্তব্যের শেষের দিকে তিনি স্লোগান দিয়ে বলেন “দোষীদের ফাঁসি চাই। রবিবারের মধ্যে ফাঁসি চাই।” জনতার কাছে তাঁর আবেদন, ”রাম-বামের চক্রান্ত ব্যর্থ করুন। কুৎসাকারীদের জবাব দিন। বাংলা মাকে অসম্মানের জবাব দাও বিজেপি।”

 

Related Articles