রাজ্যের খবর

দমদম স্টেশনের চলবে রক্ষণাবেক্ষণের কাজ, টানা ২০ দিন শিয়ালদহ শাখার বেশ কিছু লোকাল বাতিল

Maintenance work of Dum Dum station will continue, several locales of Sealdah branch will be canceled for 20 consecutive days

The Truth Of Bengal : দমদম স্টেশনে আধুনিকীকরণের কাজের জন্য শিয়ালদা উত্তর শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল।বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।আবার কিছু রুট পরিবর্তন করা হয়েছে।  ১৮এ্প্রিল থেকে ৭ মে পর্যন্ত চলবে এই কাজ।এতে যাত্রীদের ভোগান্তি বাড়বে বলা যায়।

১৬মার্চ থেকে দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ হওয়ায় ব্যাহত হয় পরিষেবা।যারজন্য ৫২ঘন্টা ব্যাহত হয় পরিষেবা। তাতে যাত্রীরা বেজায় সমস্যায় পড়েন। এবার দমদম স্টেশনে আধুনিকীকরণের জন্য শিয়ালদা উত্তর শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে,সংক্ষিপ্ত করা হয়েছে রুট। রেলের তরফে জানানো হয়েছে ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এই রেলের আধুনিকীকরণের কাজ চলবে।

দেখে নেব কোন কোন ট্রেনের পরিষেবা ব্যাহত হবে

  • ৩৩২৮২ হাসনাবাদ-দমদম লোকাল ট্রেন
  • ৩৩২৩১ দমদম-ব্যারাকপুর লোকাল ট্রেন
  • ৩৩২৩২ ব্যারাকপুর-দমদম লোকাল ট্রেন
  • ৩৩২৭১ দমদম-গোবরডাঙা লোকাল ট্রেন
  •  ৩০৩৫১ এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত লোকাল
  •  ৩৩৩১১ বারাসত  -হাসনাবাদ লোকাল ট্রেন
  • ৩০৩২২ হাসনাবাদ-বিবাদি বাগ লোকাল ট্রেন
  • ৩০৩১৪৫ বিবাদি বাগ –কৃষ্ণনগর সিটি লোকাল
  • ৩০৩৫৭ মাঝেরহাট –মধ্যমগ্রাম লোকাল ট্রেন

এবিষয়ে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, ট্রেন লাইনে আধুনিকীকরণের জন্য এই কাজ ব্যাহত হবে। কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে।যাত্রী পরিষেবার সুবিধার জন্য এই কাজ করা  হচ্ছে বলে রেল প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।পরিষেবার মাণ উন্নয়নের মতো রেল ম্যানেজমেন্ট করার বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে রেল প্রশাসন।আপাতত এই কদিন যাত্রীদের ভোগান্তি যে বাড়বে তা বলাই যায়।

Related Articles