মহাসমারোহে পালিত হল শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরের স্নানযাত্রা উৎসব
Mahasamarohe is the bathing festival of centuries old Jagannath temple

The Truth Of Bengal : আজ জগন্নাথদেবের স্নানযাত্রা। বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ও রামনগরের প্রাচীন রথযাত্রার স্নানযাত্রায় মেতে উঠেছে ভক্তরা। সকাল থেকে পূজার্চনার মধ্য দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়।
রামনগরের ডেমুরিয়ার প্রায় ৩০০ বছরের প্রাচীন জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসব মহা সমারোহে পালিত হল। প্রাচীন রীতি রেওয়াজ ঐতিহ্য মেনে এবারও পালিত হল স্নান যাত্রা উৎসব। রামনগরসহ পূর্ব মেদনীপুর এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় এই রথযাত্রা। ডেমুরিয়া রথযাত্রা প্রাচীন রথযাত্রার মধ্যে একটি। আজ সকালে পবিত্র রীতি নিয়ম মেনে স্নানযাত্রা করানো হয়। রথ যাত্রার আগে প্রতি বছর ধর্মীয় রীতিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয় পুরি সহ বিভিন্ন জগন্নাথ মন্দিরে। ডেমুরিয়া রথযাত্রা এবারও হচ্ছে মহাসমারোহে।
কয়েকশ বছর আগেকার তথ্য অনুযায়ী ওড়িশার বসবাসকারী মগ্নিনারায়ন চৌধুরী ডেমুরিয়াতে বসবাস করার জন্য আসেন। তার ইচ্ছা ছিলো ডেমুরিয়া এলাকা থেকে ভক্তদের দিয়ে পুরী মন্দিরে রথযাত্রা দেখানো। সেই অনুসারে প্রতিবছর রথের সময় পূণ্যার্থীদের নিয়ে পুরী যেতেন। বহু তীর্থযাত্রী পায়ে হেঁটে ডেমুরিয়া থেকে যেতেন পুরীর রথযাত্রার দেখতে। দীর্ঘ কয়েক বছর এরকমভাবে চলতে থাকার পর বয়সকালে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। একসময় ভক্তদের নিয়ে পুরী যাওয়ার পথে উড়িষ্যার বালেশ্বরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ থাকাকালীন প্রভু জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেন তিনি যেন আর কষ্ট করে প্রতিবছর তীর্থযাত্রীদের নিয়ে পুরী না এসে বাড়ির কাছে প্রভু জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেন।
সুস্থ হয়ে বাড়ি ফিরে মগ্নি নারায়ণ জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাটির মূর্তি করে পুজো শুরু করে দেন ডেমুরিয়াতে। ১৭৪৩ সাল থেকে ১৭৫২ সাল পর্যন্ত বর্গীদের থেকে জগন্নাথ ,বলরাম ,সুভদ্রাকে বাঁচাতে নিকটস্থ করুণাকরণ পাহাড়ির বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। দৈনন্দিন ভোগ ও পূজা-অর্চনা হত করুনাকরণ পাহাড়ীর বাড়িতে। তারপর আর মগ্নিনারায়নের বাড়িতে আর কখনো বিগ্রহ ফিরে আসেনি। করুণাকরন পাহাড়ি পরবর্তী কালে চৌধুরি উপাধি নিয়ে জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত হন। প্রতিবছরই পুরীর রীতি মেনে জগন্নাথ ,বলরাম, সুভদ্রা তিনটি আলাদা রথে চড়ে মাসির বাড়ি যান । কয়েকশো বছর আগে জমিদার যাদবরাম রায় প্রচুর পরিমাণে সম্পত্তি দান করেন জগন্নাথ, বলরাম ,সুভদ্রা নামে। রামনগরের ডেমুরিয়া রথযাত্রা উপলক্ষে প্রতি বছর কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে এই যাত্রায়।