রাজ্যের খবর

সেতুর রেলিং ভেঙে উল্টে গেল লরি, রক্ষা পেলেন অল্পের জন্য

Lorry overturns after breaking bridge railing, narrowly escapes

Truth Of Bengal: ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের তালতলা বাজারে নালার উপর ছোট্ট একটি সেতু রয়েছে। সেই সেতুর উপর দিয়ে আলু বোঝাই একটি লরি পার হওয়ার সময় রেলিং ভেঙে উল্টে পড়ল নালায়।

শুক্রবার আনুমানিক রাত ২ টো নাগাদ ঘটে এই দুর্ঘটনা। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। দেখা যায় চালক গাড়ির ভেতরেই আটকে পড়েছেন। এরপর তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তবে লরি চালক সেরকম আঘাত পাননি। বাঁক নেওয়ার মুহূর্তেই রয়েছে এই ছোট্ট সেতুটি।

বড় আলু বোঝাই লরিটি বাঁক নেওয়ার সময় রেলিংয়ে ধাক্কা মারে। যার ফলে রেলিং ভেঙে পড়ে যায় নালায়। একদিকে সেতুটি ছোট এবং অন্যদিকে রাতে কুয়াশা থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান। এদিকে নালার উপরে পড়ে রয়েছে আলু বোঝাই বস্তাগুলি। সাতসকালে অনেকেই ওই এলাকায় ভিড় জমান।

Related Articles