রাজ্যের খবর

জীবিত রোগীকে মৃত ঘোষণা, উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজে

Living patient declared dead, tension at Medinipur Medical College

Truth Of Bengal: জীবিত রোগীকে মৃত বলে ঘোষণার অভিযোগ উঠছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। ডাক্তারদের ভূমিকা নিয়ে বিক্ষোভ রোগীর পরিবার পরিজনদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্ত্বরে। জানা যায়, রবিবার বিকেলে মেদিনীপুরের কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় খড়্গপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কিশোর ভি সাই (১৭)।

তড়িঘড়ি তার বন্ধু ও স্থানীয়দের তরফে তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরই তড়িঘড়ি রোগীকে নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। পরবর্তী সময়ে ওই রোগীকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা। মৃতের পরিবারের অভিযোগ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা একেবারে তলানিতে ঠেকেছে।

যদিও হাসপাতাল সুপার ডাঃ জয়ন্ত রাউত ফোনে জানান, এরকম কেসে মৃতের পেশী সংকোচনের ফলে অনেক সময় মুখ থেকে তরল পদার্থ বের হয়, তা দেখেই রোগীর পরিজনেরা ভেবেছিল রোগী বেঁচে রয়েছে। সুপারের বক্তব্য রোগী মৃত অবস্থাতেই হাসপাতালে এসেছিল।

Related Articles