রাজ্যের খবর

দলগাঁওয়ে খাঁচায় ধড়া পড়ল চিতাবাঘ , স্বস্তিতে চা বাগানের শ্রমিকরা

Leopard trapped in a cage in Dalgaon, tea garden workers relieved

Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত দলগাঁও চা বাগানে রবিবার সকালেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দলমুনি ডিভিশনের মধ্যে দীর্ঘদিন ধরে চিতাবাঘের আনাগোনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল শ্রমিক মহলে। বিশেষ করে সকাল ও বিকেলের কাজের সময় শ্রমিকদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে বনদফতরের কাছে আনুষ্ঠানিকভাবে খাঁচা পাতার আবেদন জানানো হয়।

জলপাইগুড়ি বনবিভাগের অধীনস্থ দলগাঁও রেঞ্জের তরফ থেকে ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। দলগাঁও চা বাগানের ৭ ও ৮ নম্বর সেকশনের মাঝামাঝি এলাকায় একটি শক্তপোক্ত খাঁচা পাতা হয়, যাতে টোপ হিসেবে ব্যবহার করা হয় একটি ছাগলকে। কয়েক দিন পর্যবেক্ষণের পর অবশেষে রবিবার সকালেই সেই খাঁচায় ধরা পড়ে পূর্ণবয়স্ক একটি চিতা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বন্দফতরের দলগাঁও রেঞ্জের একটি বিশেষ দল। তারা সতর্কতার সঙ্গে চিতাবাঘটিকে খাঁচাসহ উদ্ধার করে। বনদপ্তরের এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা বাগানের শ্রমিকরা।

 

Related Articles