নববর্ষে খিচুড়ি উৎসব আসানসোলে, খিচুড়ি উৎসবে মেতেছে আরও চার জেলা
Khichuri festival in Asansol on New Year, four more districts celebrate Khichuri festival

Truth of Bengal: নববর্ষের দিনে আসানসোলের চন্দ্রচুর মন্দিরে অনুষ্ঠিত হয় খিচুড়ি উৎসব। মন্দিরে এর পুকুরে স্নান করে পুজো দিয়ে মানুষকে খালি পেটের ফিরতে হয় না এখন থেকে। পুজো কমিটি ও মন্ডল পরিবারের প্রচেষ্টায় এখানে ব্যবস্থা করা হয় খিচুড়ি , তরকারি, চাটনি , পায়েস সহ নানান আইটেম। সুদূর ঝাড়খন্ড, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের মানুষ এসে উপস্থিত হয় এখানে। এই খিচুড়ি উৎসবের মূল আয়োজক কে আশীর্বাদ করেন তারা। এলাকায় পরিচিত দাদার খিচুড়ি। প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ এখানে স্নান করে খিচুড়ি ভোগ গ্রহণ করেন।
বাবা চন্দ্রচুরের মাথায় দুধ জল দিয়ে খিচুড়ি উৎসবে যোগ দেন পুণ্যার্থীরা। আসানসোল উত্তর থানার ১৯ নাম্বার জাতীয় সড়কের ধারে চন্দ্রচুর মন্দিরে মানুষের ঢল থাকলেও সম্পুর্ন নিয়ম মেনে অনুষ্ঠান হয় এখানে। যতক্ষন মানুষের আসা যাওয়া থাকে যতক্ষন খিচুড়ি রান্না হতেই থাকে।
কথিত আছে এই মন্দিরে মানত করে নিসন্তানের সন্তান হয়েছে। হারিয়ে যাওয়া জিনিস পাওয়া গেছে। বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। প্রায় ৫০০ বছরের পুরনো এই প্রথা আজও চলছে। বৃদ্ধি পেয়েছে কলেবর। ভক্তদের মনস্কামনাএই উৎসব আরো বড় হোক আরো ভালো হোক। বাবা চন্দ্রচুরের আশীর্বাদ দাদার মাথায় থাক যেন পুণ্যার্থীরা আসতে পারে। ভোগ গ্রহণ করতে পারে।