রাজ্যের খবর
Trending

সাধারন মানুষের কথা মাথায় রেখে , লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নদিয়ায় পুলিশের নাকা তল্লাশি

Keeping the common people in mind, police raids in Nadia centered on the Lok Sabha elections

The Truth Of Bengal ,নদিয়া,মাধব দেবনাথ : সামনেই রাজ্যে লোকসভা নির্বাচন, তার আগেই সারা রাজ্যজুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সেরকমই এবার নদীয়ার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে নদীয়ার শান্তিপুরের চারটি জায়গায় নাকা চেকিং পয়েন্ট করে চলছে।

চলছে চার চাকা গাড়ি এবং বাইক এর চেকিং। নদীয়ার শান্তিপুর থানা এলাকার গুপ্তিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত এই নাকা চেকিং চলছে। পুলিশ সূত্রে খবর তিনটি দফায় ডিউটি ভাগ করে চলছে এই নাকা চেকিং ।

যদিও ভোটের আগে এই নাকা চেকিং হওয়াতে ভোটের সময় অপ্রীতিকর ঘটনা কিংবা বেআইনি অর্থ অস্ত্র মাদকদ্রব্য বিভিন্ন জিনিস লেনদেন অনেকটাই রোখা যাবে বলে মনে করা হচ্ছে। তবে সাধারণ মানুষের দাবি, নির্বাচনের আগে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বিশেষ প্রয়োজন।

Related Articles