রাজ্যের খবর

নজর কাড়ছে কল্যাণীর ‘গ্র্যান্ড লিসবোয়া’এখন থেকে আকর্ষণের কেন্দ্রে 

Durga Pujo 2023

The Truth of Bengal: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের বেশকিছু পুজোর। নদিয়া জেলার বেশকিছু পুজোর উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। নদিয়ার কল্যাণীর লুমিন্যান্স ক্লাবের এবারের আকর্ষণ চিনের গ্রান্ড লিসবোয়ার আদলে তৈরি সুবিশাল মণ্ডপ। উদ্বোধনী অনুষ্ঠানকে বিশেষ আকর্ষণীয় করা হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, রাজ্যসভার সাংসদ দোলা সেন, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ একাধিক ব্যক্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রিমি সেন। বহু প্রতীক্ষিত এই পুজোমণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকরা ভিড় জমিয়েছিলেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনের পর বৃহস্পতিবার থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পুজো মণ্ডপ। শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, জেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হয়েছে কল্যাণীর লুমিনাস ক্লাবের চিনের গ্রান্ড লিসবোয়া। এখন থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হচ্ছে। পুজর দিনগুলিতে দর্শনার্থীর ঢল নামবে বলে মনে করছেন ক্লাবের কর্তারা।উদ্বোধনের আগে থেকেই মোবাইলে সেলফি তোলার হিড়িক শুরু হয়ে যায় এই পুজোয়।

গত বছরের তুলনায় এই বছর দর্শনার্থীদের ভিড় দ্বিগুণ হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। তবে কোনওভাবেই যাতে হুড়োহুড়িতে সমস্যা তৈরি না হয়, সেই জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন আয়োজকরা। সূক্ষ্ম কারুকাজের এই মণ্ডপ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। প্রতিদিন প্রায় ৮০ জন শ্রমিক দিন রাত কাজ করে চলেন। মণ্ডপটি ১৭০ ফুট উঁচু এবং ১২০ ফুট চওড়া। তৈরি হয়েছে বাঁশ, কাঠের বাটাম, প্লাইউড, কাচ, ফাইবার দিয়ে। পাশাপাশি প্রতিমাকে ৫০ কেজি সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে। সেই গয়না দিয়েছে একটি সংস্থা। ক্ল্যানীয় এই পুজো ঘিরে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে উন্মাদনা।

Free Access

Related Articles