রাজ্যের খবর

চলতি মরসুমে পশ্চিম মেদিনীপুরে ‘সর্বোচ্চ’ বৃষ্টিপাত হল শনিবার! রবিতেও হলুদ সতর্কতা

In the current season, the 'highest' rainfall in West Medinipur is on Saturday! Yellow alert on Sunday too

Truth Of Bebgal: পশ্চিম মেদিনীপুর, শান্তনু পান:- বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শনিবার সারাদিন বৃষ্টি হয়েছে অঝোরে। শনিবার সন্ধ্যা থেকে কিছুটা কমলেও তা আবারও রবিবার ভোর রাত থেকে অনবরত বৃষ্টি মেদিনীপুর জুড়ে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় জেলা জুড়ে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

চলতি মৌসুমে যা এখনো পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি। এর আগের নিম্নচাপের সময় সর্বোচ্চ ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলায়। বিশ্ববিদ্যালয়ের হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। টানা দিন-ভোর বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে মেদিনীপুরের জন-জীবন। শনিবার করম পুজো, পরের দিন রবিবার, সঙ্গে বিশ্ব নবী দিবস ও বিশ্বকর্মা পুজো।

একসাথে বেশ কয়েক দিনের ছুটি থাকলেও তেমনভাবে বাজারে দেখায় মিলল না মানুষের। পুজো থাকলেও সাধারণ মানুষের কেনা-কাটাতে বৃষ্টি যেন বাঁধ সেধেছে। উৎসব প্রেমী বাঙালি মানুষ বৃষ্টির জন্য ঘরবন্দী হয়ে রয়েছে। ছোট্ট এই ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া তো দূরের কথা, প্রয়োজনীয় কাজের জন্য রাস্তায় বেরোতে অস্বস্তি বোধ করছেন মানুষজন। হাওয়া অফিস সূত্রে আরো জানা গিয়েছে, রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি ঝড়ো হাওয়াও বইবে জেলার সর্বত্রই।

Related Articles