রাজ্যের খবর
Trending

প্রত্যেকটা বুথ থেকে লিড চাই, ভোটে লিড না দিলে পদ থাকবে না, হুঁশিয়ারি বালুরঘাটের বিপ্লব মিত্রের

If you don't lead in the polls, there will be no post, warns Biplab Mitra of Balurghat

The Truth Of Bengal : আগামী ২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। জোর কদমে প্রচার চলছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র। প্রত্যেকটি অঞ্চলে রণকৌশল সাজাচ্ছেন তৃণমূল প্রার্থী। কর্মীদের কড়া বার্তা দিচ্ছেন। একটাই বার্তা প্রত্যেকটা বুথ থেকে লিড চাই । পুনরুদ্ধার করতে হবে বালুরঘাট লোকসভা কেন্দ্র। গঙ্গারামপুরে দলীয় বৈঠক করলেন তৃণমূলের প্রার্থী। বৈঠকে ছিলেন এলাকার বিভিন্ন স্তরের নেতারা। ছিলেন বিভিন্ন অঞ্চলের প্রধান, পঞ্চায়েত সদস্য এবং সাংগঠনিক দায়িত্বে থাকা পদাধিকারীরা।

বিপ্লব মিত্র এই বৈঠকে দলের নেতৃত্বের উদ্দেশ্যে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন। কী হুঁশিয়ারি ছিল বিপ্লব মিত্রের গলায়? স্পষ্ট বলেছেন প্রত্যেকটা বুথ থেকে তৃণমূলকে লিড দিতে হবে। আর যদি কোন বুথ বা কোন অঞ্চল সেই লিড দিতে না পারে তার পরিণতি ভালো হবে না। দলের সমস্ত রকম দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সেইসব নেতাদের। অঞ্চল সভাপতি, বুথ সভাপতি বা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যরা আর থাকতে পারবেন না সেই পদে।

বিপ্লব মিত্রের হুঁশিয়ারি, লিড দাও না হলে পপদ হারাও। তৃণমূল প্রার্থীর এহেন ‘হুমকি’ বিতর্কের সৃষ্টি করেছে। এ ধরনের হুমকি কোন প্রার্থী দিতে পারেন কিনা তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। অবশ্য বিপ্লব মিত্রের সাফাই, তিনি দলীয় নেতৃত্বকে উজ্জীবিত করেছেন। এটা কোন হুমকি নয়। তিনি দলের কর্মীদের ভালো ফলাফলের পরামর্শ দিয়েছেন। ভালো ফলাফল করতে সকলকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন। বিপ্লব মিত্রের ওই বক্তব্য ঘিরে গঙ্গারামপুরে সরগরম রাজনীতি।

Related Articles