রাজ্যের খবর

ফাঁসি হলে মনকে সান্তনা দিতে পারতাম, আরজি কর সাজা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

If I were hanged, I would have consoled myself, says CM on RG's sentence

Truth of Bengal: আরজি কর মামলাই দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হল সোমবার। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গত শনিবার অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। আজ সাজা ঘোষণা হল। আমৃত্যু কারাদন্ডে দন্ডিত করা হয়েছে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয়কে।

শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস এই সাজা ঘোষণা করেন। আদালতে সাজা ঘোষনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম প্রতিক্রিয়ায় বলেন, ফাঁসি হলে মনকে সান্তনা দিতে পারতাম। তবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও মনে করিয়ে দেন, আমাদের থেকে মামলা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ যে তদন্ত প্রক্রিয়ার শুরু করেছিল

শেষ পর্যন্ত সিবিআই তাতেই সিলমোহর দিয়েছে। মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় এদিন মুর্শিদাবাদ থেকে মালদায় পৌঁছান। মালদা হেলিপ্যাডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, এই ধরনের নরপিশাচের কঠোরতর সাজা হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন প্রথম থেকেই এই ঘটনা নিয়ে কঠোর মনোভাব দেখিয়েছে রাজ্য।

যদি এ তদন্তভার রাজ্যের হাতে থাকতো আরো আগে বিচার প্রক্রিয়ার সম্পন্ন হতো। অনেকটাই সেই তদন্ত প্রক্রিয়া দেরী হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যদি রাজ্য তদন্ত করত তাহলে আরো কঠোর সাজা দেওয়া যেত বলে মনে করেন তিনি। তবে বিচারক প্রক্রিয়া নিয়ে কোন কথা বলেননি মুখ্যমন্ত্রী।

Related Articles