নবান্ন অভিযানের আগে কড়া নিরাপত্তায় হাওড়া, জেলার বিভিন্ন স্থান পরিদর্শনে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা
Howrah under tight security before Navanna campaign

Truth Of Bengal : বৃষ্টিকে উপেক্ষা করেই হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই বৃষ্টির মধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করছেন। পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরীর পাশাপাশি নামানো হবে পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখ গুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে। এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি রাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রায় দুই হাজারের বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হবে। এর জন্যে হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন। আজ সকালে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে, হাওড়া ময়দানের কাছে দেখা গেল ব্যারিকেড তৈরীর কাজ পুরোদমে চলছে। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ব্যারিকেড তৈরির কাজ দেখভাল করছেন।
আজ রয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযান। তবে গতকাল অভিযোগ করা হয়েছিল পুলিশের কাছে নাকি কোনরকম কোন অনুমতি নেওয়াই হয়নি। সেকারনেই আজকের এই আন্দোলনকে ‘বেআইনি’ বলে করেছিল কলকাতা পুলিশ। ইতিমধ্যেই নবান্ন অভিযানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অভিযানে অশান্তি রুখতে প্রায় চার হাজার পুলিশ নামানো হয়েছে। রবার বুলেট, জলকামান, কাঁদানে গ্যাসের বন্দোবস্তও করা হয়েছে।