রাজ্যের খবর

জিমের মধ্যে এক মহিলাকে মাটিতে ফেলে মারধর জিম ট্রেনারের! দেখুন সেই ভাইরাল ভিডিও

Gym trainer beat a woman on the ground in the gym! Watch the viral video

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ব্যায়ামাগারে মহিলা কে মারধর এর ঘটনায় মামলা রুজু করে এক যুবককে গ্রেফতার করলো রানাঘাট থানার পুলিশ।

সূত্রের খবর, নদীয়ার রানাঘাট সিদ্ধেশ্বরীতলা এলাকার একটি ক্লাবের দোতলায় একটি ব্যায়ামাগার চালান এক যুবক। অভিযোগ, গত জানুয়ারি মাসের ৯ তারিখ ওই ব্যায়ামাগারের মধ্যে এক যুবতীকে মারধর করে ওই ব্যায়ামাগারের প্রশিক্ষক এক যুবক। আর সেই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ গত ৪ দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

আর এরপরই ওই বিষয়ে একটি সৎপ্রণোদিত মামলা শুরু করে রবিবার রাতে হিজুলি থেকে অভিযুক্ত জিম ইন্সট্রাক্টর যুবককে গ্রেফতার করে রানাঘাট পুলিশ। সোমবার ধৃতকে রানাঘাট আদালতে তুলেছে রানাঘাট থানার পুলিশ।

Related Articles