বড় সাফল্য পুলিশের! নাকা চেকিংয়ের সময় বিপুল অঙ্কের টাকা উদ্ধার , আটক ১
Great success of the police! A huge sum of money was recovered during Naka checking, 1 was arrested

The Truth Of Bengal : লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে । আর এই লোকসভা নির্বাচনের মুখে আবারও বড় সাফল্য পেল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ ।
নাকা চেকিং করার সময় ১ লাখ ৩৫ হাজার টাকা সহ এক ব্যক্তিকে আটক করলো বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বাংলা-ঝাড়খান্ড সীমানার রামপুরহাট থানার সুড়িচুয়া নাকা চেকিং এর সময় ।
পুলিশ সূত্রে জানা গেছে নাকা চেকিং করার সময় ঝাড়খন্ড থেকে বাংলার দিকে আসছিল ওই ব্যক্তির গাড়ি । তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তির গাড়ির থেকে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা নগদ টাকা পাওয়া গেছে । যার মধ্যে ২৭০ খানা 500 টাকার নোট পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম ওম প্রকাশ বাজাজ। পুলিশ যখন ওই টাকার বিষয়ে জানতে চায় , ওই ব্যক্তি সঠিক কোন উত্তর দিতে পারে না । আর সঠিক কোন উত্তর দিতে না পারায় তাকে রামপুরহাট থানার পুলিশ আটক করেছে । তবে নির্বাচনের আগে আত গুলো তাকা কিসের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে তল্লাশি চালাবে রামপুরহাট থানার পুলিশ ।