
The Truth of Bengal: বছরের প্রথম দিনগুলি পরিবারের সঙ্গে বা বন্ধুদের নিয়ে একটু ঘুরতে যেতে চান? তাহলে ডুয়ার্স হতে পারে আপনার সেরা ডেসটিনেশন। উত্তর পশ্চিম ভারতে ভুটান সংলগ্ন এলাকায় অবস্থিত ডুয়ার্স পর্যটন কেন্দ্র। এই পাহাড়ি ডেসটিনেশনের মধ্যে দিয়ে চলে গিয়েছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা যেখান দিয়ে এক পা এক পা এগিয়ে গেলে শুনতে পাবেন পাখিদের মিষ্টি মধুর কলতান। চারপাশেই দেখতে পাবেন শাল, সেগুন গাছের সারি। ডুয়ার্সে গেলে মনে হবে যেন আপনি মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছেন। চারিদিকেই দেখতে পাবেন কুয়াশা। এই পাহাড়ি নিঝুম পরিবেশে দু থেকে টিন দিন কাটিয়ে আসতেই পারেন। পাহাড়ের গায়ে সূর্যের ছটা এসে পড়লে পাহাড়কে দেখাবে কখনও কমলা আবার কখনও হলুদ রঙের। এছাড়াও দেখতে পাবেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান। ডুয়ার্সে ঘুরে আপনি টুরিস্ট স্পট শেষ করতে পারবেন না। দেখার মত এখানে রয়েছে চাপরামারি, গজলডোবা, বক্সার টাইগার, জলদাপারা জাতীয় উদ্যান, গরুমারা অভয়রন্য, ঝালং, বিন্ধু , চাপরামারির মত সুন্দর জায়গা। তবে পর্যটকদের জন্য একটা খুশির খবর।
প্রতি বছর বহু পর্যটক আসে ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ঘুরে দেখতে। তবে সে ক্ষেত্রে পর্যটকদের খরচার পরিমাণও থাকে ভালোই। চারিদিকের দাম বেরে যাওয়ায় এখন যে কোন পর্যটন কেন্দ্রে গেলেই খরচা বেশ অনেক পরে যায়। এই বিষয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকরা জানিয়েছেন ডুয়ার্সে আরও পর্যটক টানতে এবং পর্যটকদের খরচা কমাতে নেওয়া হবে নতুন উদ্যোগ। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা এবার থেকে সেয়ারে গাড়ি ভাড়া করে ঘুরতে পারবে। বড় গাড়ি, ছোট গাড়ি যে কো ন গাড়ি তে ঘুরতে গেলেই অন্য পর্যটকদের সঙ্গে সেয়ারে গাড়ি ভাড়া করতে পারবে আরেক পর্যটক।
চালসা সংলগ্ন টিয়াবন এলাকা থেকে আনুষ্ঠানিক ভাবে ওই শেয়ারিং গাড়ির সূচনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক কমল মুখী, তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা, আইএনটিটিইউসির মেটেলি ব্লক সভাপতি বিজয় বাগওয়ার সহ অন্যান্যরা। এখন এটাই দেখার এই নয়া উদ্যোগ পর্যটকদের কতটা আকর্ষণ করে। ডুয়ার্সে ঘুরতে যেতে চাইলে আপনি ট্রেনে কিংবা বিমানেও পৌঁছে যেতে পারবেন এই পাহাড়ি উপত্যাকায়। ডুয়ার্সে থাকার জন্য পেয়ে যাবেন ছোট বড় হোটেল এবং হোমস্টে তাই রাত্রি যাপনে কোন অসুবিধা হবেনা পর্যটকদের।