বড়দিনের আগে বড় সুখবর! এই সমস্ত কর্মীদের বেতন বাড়াল রাজ্য সরকার
Good news before Christmas! State government hikes salaries of all these employees

Truth Of Bengal: বড়দিনের আগে রাজ্যের ইএসআই-তে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এলো বড় সুখবর। তাঁদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে অর্থদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নভেম্বর মাস থেকেই ইএসআই-তে কর্মরত চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মীদের বেতন বাড়ানো হচ্ছে। এতদিন তাঁরা প্রতি মাসে ১২,০০০ টাকা পেতেন। এখন থেকে তাঁরা ১৫,০০০ টাকা বেতন পাবেন। অর্থাৎ গড়ে ৩ শতাংশ হারে তাঁদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে মোট ৮১৮ জন চুক্তিভিত্তিক কর্মী এই সুবিধা পাবেন।
এই ঘোষণা কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই আনন্দের সঞ্চার করেছে। আগামী মাস থেকে নতুন হারে বেতন পেলে তাঁদের কাজের উৎসাহও আরও বাড়বে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
প্রায় এক দশক আগে, ২০১৩ সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রস্তাব পাস হয় মন্ত্রিসভায়। এরপর বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে কর্মী নিয়োগ শুরু হয়।
চলতি বছরের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর জন্য রাজ্য সরকার ২৯৯ কোটি টাকা বরাদ্দ করেছে। সেই ঘোষণারই অংশ হিসেবে এবার ইএসআই-তে কর্মরত কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
রাজ্যের এই পদক্ষেপ কর্মীদের জীবনে স্বস্তি এনে দিয়েছে। তাঁদের মতে, এই সিদ্ধান্ত তাঁদের জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।