কলকাতারাজ্যের খবর

স্বাস্থ্যের গুণমানে গড়িয়ার সুস্বাস্থ্য কেন্দ্র পেল জাতীয় স্তরের সম্মান

Gariya Health Center receives national level award for quality of health care

Truth Of Bengal: স্বাস্থ্য পরিষেবা প্রদানে বাংলার সুস্বাস্থ্য কেন্দ্র বড়সড় নজির গড়ল। এবার কেন্দ্রের ন্যাশানাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড সার্টিফিকেট পেল গড়িয়া সুস্বাস্থ্য কেন্দ্র। সারা দেশে সমীক্ষা চালিয়ে এই গুণমানের স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সরকার। দক্ষিণ ২৪পরগনার এই স্বাস্থ্যকেন্দ্রে বিনাপয়সায় পরিষেবা মেলায় খুশি সাধারণ মানুষ।

বাংলার জনস্বাস্থ্যের গুণমান জাতীয় স্তরে সেরার স্বীকৃতি পেয়েছে। পরিষেবার ব্যবস্থা, সংক্রমণ নিয়ন্ত্রণ, ক্লিনিক্যাল কেয়ার, কোয়ালিটি ম্যানেজমেন্ট ব্যবস্থা সহ নানা মানদণ্ডে এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিজেপি শাসিত রাজ্যগুলোকে পিছনে ফেলে দেয়। আন্তর্জাতিক মানদণ্ড মেনে ৮টি ক্ষেত্র যাচাই করে সেরার শিরোপা দেওয়া হয়। জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে রাজ্যর ১২,৮৫৯টি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের পরীক্ষা করা হয়।

দক্ষিণ ২৪ পরগনা জেলার একমাত্র স্বাস্থ্যকেন্দ্র হিসেবে এই সার্টিফিকেট পেয়েছে তারা৷ মুলত হাসপাতালের পরিকাঠামো, রোগীর পরিষেবা, সহায়তা পরিষেবা, ক্লিনিক্যাল কেয়ার ও সংক্রমণের নিয়ন্ত্রনের ব্যবস্থাপনার উপর নির্ভর করে এনকিউএএস এর মান নির্ণয় করা হয়৷ সারা দেশ জুড়েই প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের উপর এই সমীক্ষা করা হয়৷ সেখানে জেলার একমাত্র স্বাস্থ্যকেন্দ্র হিসেবে রাজপুর সোনারপুর পুরসভা পরিচালিত গড়িয়ার এই স্বাস্থ্যকেন্দ্র এই শিরোপা পেল৷

রবিবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সকাল ১১টা থেকে এখানে সমস্ত প্রাথমিক চিকিৎসার পরিষেবা পাওয়া যায়৷ নির্ধারিত বিভিন্ন শারীরিক পরীক্ষাও সম্পুর্ণ বিনামুল্যে করা হয়৷ এরফলে গড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এতে উপকৄত হন৷ রাজ্যের অন্যান্য হাসপাতালও সুস্বাস্থ্য কেন্দ্রের মতোই দক্ষিণ ২৪পরগনার এই সুস্বাস্থ্যকেন্দ্র রোগীদের প্রতি যত্ন নেওয়ায় ও কেয়ার করায় রোগীও রোগীর পরিজনরাও বেশ খুশি।

Related Articles