রাজ্যের খবর

বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারে আগুনের ঝলকানি, আতঙ্কে যাত্রীরা

Flash of fire in Visva Bharati Fast passenger, passengers in panic

The Truth Of Bengal : গতকাল রাতে আনুমানিক নটা কুড়ি নাগাদ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন মল্লারপুর স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের যাত্রীরা দেখতে পান বিদ্যুৎবাহী তারে আগুন জ্বলছে। স্টেশনের মধ্যে ক্ষনিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

জানা যায়, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে আনুমানিক নটা কুড়ি নাগাদ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন মল্লারপুর স্টেশনে পৌঁছায়। এরপর, ওই ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা বিদ্যুৎবাহী তারে আগুন জ্বল দেখেন। আর এতে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।  বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের এক যাত্রী জানান যে ঝড়ো হাওয়ায় কিছু একটা বিদ্যুতের তারের ওপর এসে পড়ায় আগুন লেগেছিল। তবে এই আগুনের ফলে কোনরকম ক্ষয়ক্ষতির হয়নি যাত্রী ও ট্রেনের । মিনিট সাত এক পর ট্রেনটি মল্লারপুর স্টেশন থেকে রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে স্বাভাবিকভাবে রওনা দেন। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই লিলুয়াতে লাইনচ্যুত হয়ে গিয়েছিল একটি লোকাল ট্রেন। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের। খবর পেয়েই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কেন এমন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও রেলের তরফে জানানো হয়।

Related Articles