রাজ্যের খবর

উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে গ্রেফতার ২ যুবক

Firearms recovered, 2 youths arrested in police net

Truth Of Bengal: নদিয়া,মাধব দেবনাথ: উদ্ধার আগ্নেয়াস্ত্র! আগ্নেয়াস্ত্র সহ নদীয়ার ধানতলা থানা এলাকা থেকে গ্রেফতার দুই যুবক। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয় হিজুলি এলাকা থেকে। ধৃতদের নাম সুজিত বিশ্বাস ওরফে ছোট্টু এবং টোটন সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে সুজিতকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি দেশী রিভলভার এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, রিভলভারটি টোটন নামে এক যুবকের থেকে নিয়েছিল সে। এরপর অভিযান চালিয়ে টোটনকেও গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ। শুক্রবার তাদের তোলা হবে রানাঘাট মহকুমা আদালতে। নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। যদিও এ প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার।

Related Articles