রাজ্যের খবর

ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজোর মুখে গোডাউনে পুড়ে ছাই ২০ লক্ষ টাকার প্যান্ডেলের সামগ্রী

West Midnapore Daspur fire

The Truth of Bengal: পুজো আসতে হাতে মাত্র আর কটা দিন বাকি, বহু জায়গাতেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল তৈরির কাজ। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল, ২০ লক্ষ টাকার প্যান্ডেলের সামগ্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মোদিনীপুরে দাসপুরে। মাথায় হাত ব্যবসায়ীর

স্থানয় সূত্রের খবর,  সোমবার রাত ১০টা নাগাদ স্থানীয় ডেকরেটার্স শক্তিপদ মাইতির গোডাউনে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যেহেতু অধিকাংশ দাহ্য পদার্থে ভর্তি ছিল, তাই আগুন নিয়ন্ত্রণের সামান্য সুযোগটুকু পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোডাউনে আগুন লাগার পর, স্থানীয়রাই বালতি করে আগুন নেভানোর চেষ্টা চালায়। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকেও। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুদাইত। অগ্নিকাণ্ডের সময় তিনিও নিজে বালতি করে জল তুলে আগুন নেভানোর কাজে হাত লাগান। যদিও আগুন যখন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে সব শেষ। ঘটনার পর ভেঙে পড়েন ওই ব্যবসায়ী। পুজোর মরসুমে, বেশ কিছু বরাত ছিল, কিন্তু এমন দুর্ঘটনা ঘটনায় বিপাকে ব্যবসায়ী। তবে গোডাউনে আগুন কীকরে লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Related Articles