রাজ্যের খবর

নদিয়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা

Father arrested for raping stepdaughter in Nadia

Truth Of Bengal: সৎ নাবালিকা মেয়েকে দীর্ঘ পাঁচ বছর ধরে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা প্রতিবাদে স্বরব। প্রতিবেশীদের অভিযোগ, সোমবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি তার মেয়েকে ফের ধর্ষণ করার চেষ্টা করলে এলাকাবাসী হাতেনাতে গিয়ে পাকড়াও করে এবং অসংলগ্ন অবস্থায় ধরা পড়ে।

ঘটনায় প্রতিবেশীদের তরফে নদিয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে, কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা নতুন বাজার এলাকা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতর বিরুদ্ধে পকসো মামলা রুজু করে মঙ্গলবার আদালতে তোলা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নাবালিকা বাবার কঠোর থেকে কঠোরতম শাস্তি চায় তারা। বর্তমানে ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালী থানার পুলিশ।

Related Articles