‘বোমা ফাটাবে ২৬ হাজার চাকরি খেল’,পরিবার না খেতে পেয়ে মারা যাবে’, SSC রায়কে আক্রমণ মমতার
Family will die without food', Mamata attacks SSC judge

The Truth of Bengal: বোমা ফাটাবে বলে ২৬ হাজার চাকরি খেয়ে নিল। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নির্বাচনী জনসভা থেকে চাকরি বাতিল ইস্যুতে সোচ্চার হলেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মানুষ আবার তাঁকে গ্রহণ করছে কিনা, সেটা তো তিনি দেখতে পারতেন— মেদিনীপুরে দিলীপ ঘোষের প্রার্থী না হওয়া প্রসঙ্গে খোঁচা দেন মমতা।
চাকরি বাতিল ইস্যুতে আবারও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নির্বাচনী জনসভা থেকে চাকরি বাতিল ইস্যুতে সোচ্চার হন তৃণমূল সুপ্রিমো। নাম না করে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মমতা বলেন, বোমা ফাটাবে বলে ২৬ হাজার চাকরি খেয়ে নিল। ওরা একজনেরও চাকরি দিতে পারে না, চাকরি খেয়ে নিতে জানে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, অনেক সময় কাজ করতে গেলে ছোট কিছু ভুল হয়ে থাকে। সেই ভুল আমরা শুধরে নেব। কিন্তু ওরা বোমা ফাটালো। ভোটের আগে ২৬ হাজার পরিবারকে জলে ভাসিয়ে দিল। এদিনের জনসভায় মমতা আরও বলেন, আমরা চাকরি দিতে চাই। কিন্তু সব ব্যাপারে ওরা আদালতে যাচ্ছে। নিয়োগের প্রক্রিয়াটাকে ওরা বন্ধ করে দিচ্ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে এসএসসি। চাকরিহারাদের পাশে যে রাজ্য সরকার আছে, এদিন আরও একবার স্মরণ করিয়ে দেন মমতা। এত শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ায় এখন স্কুলে পঠন পাঠনে সমস্যা দেখা দিতে পারে। এদিন মমতার বক্তব্যে সেই কথাও উঠে আসে।
এদিন বক্তব্যে নেতাজির কথা উল্লেখ করে মমতা। বলেন, ‘নেতাজি তাঁর বইতে লিখেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার। মানুষের অধিকার আছে ভুল করার। ভুল করলে সংশোধন করে দাও। কিন্তু কখনও তোমরা বলতে পার না যে বোমা ফাটাব। ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল, তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে। বলছে, ১২ সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এত বড় সাহস।’ চাকরি বাতিলের রায়কে এদিন কড়া ভঙ্গিতে আক্রমণ করেন।
মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সরানো হল কেন? এদিন সভা থেকে প্রশ্ন তোলেন মমতা। মানুষ আবার তাঁকে গ্রহণ করছে কিনা, সেটা তো তিনি দেখতে পারতেন–এই বলে খোঁচা দেন দিলীপ ঘোষকে। এই প্রসঙ্গে উপমা টেনে মমতা বলেন, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, বড় হলে চলে যায়। একইসঙ্গে জানান, তৃণমূল প্রার্থী জুন মালিয়া বিধায়ক হিসেবে এলাকায় অনেক কাজ করেছেন।