রাজ্যের খবর
Trending

কমিশনের কর্তাদের নজরে বাংলার ৪২ কেন্দ্রের গণনা, যে যে বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে

Enumeration of 42 Centers of Bengal under the watchful eye of the Commission officials, which is being emphasized

The Truth Of Bengal: পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের গণনা হবে ৫৫ টি কাউন্টিং সেন্টারে। এই গণনা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল আটটা থেকে গণনা শুরু হবে। তার আগে সোমবার জরুরী বৈঠক। ভারতের নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার এই বৈঠকের আহ্বান করেন। বৈঠকে আলোচনায় অন্যতম বিষয় গণনার প্রস্তুতি, নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

পশ্চিমবঙ্গে বিরোধীদল বিজেপি, সিপিএম ও কংগ্রেস গণনার আগে থেকেই একাধিক অভিযোগ সামনে নিয়ে আসে। বিজেপি আদালতে পর্যন্ত পৌঁছায়। রাজ্যে সাতটি দফায় নির্বাচন হয়েছে । হাতেগোনা কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার গণনা পর্ব নির্বিঘ্নে কাটাতে চাইছে কমিশন। গণনাকে কেন্দ্র করে রাজ্যের কোন জায়গা থেকেই যাতে কোন অভিযোগ না আসে তার নিশ্চিত করতে চাইছে কমিশন। আর সে কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে বৈঠক।

জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার আলোচনার জন্য বেছে নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, বিশেষ পুলিশ অবজারভার, প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এসপি এবং সি পি – দের। ভোট গণনায় কমিশনের নির্দিষ্ট বিধি মেনে চলার উপর জোর দিতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারিতে এই গণনা পর্ব চলবে। গননাকেন্দ্রে কোনোভাবে অবাঞ্ছিত কেউ যেন প্রবেশ করতে না পারে সে বিষয়ের উপরও জোর দেওয়া হচ্ছে।

Related Articles