মাধ্যামিক পরীক্ষা চলাকালীন প্রশাসনেরে নিশেধাজ্ঞাকে উপেক্ষা করে সারারাত চলল ডিজে
DJ played all night during secondary school exams, ignoring administration's ban

Truth Of Bengal: মাধ্যামিক পরীক্ষা চলাকালীন সারারাত ডিজে বাজিয়ে চলল বিচিত্রানুষ্ঠান। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের জয়রামপুর গ্রামে, যেখানে চলছিল বুড়ো পীর বাবার মিলন মেলা অনুষ্ঠান।
গ্রামের আশেপাশে প্রায় বারোজন পরীক্ষার্থী রয়েছে, যারা আজ শেষ পরীক্ষায় বসবে। কিন্তু গতকাল সন্ধ্যা থেকেই তীব্র শব্দে বক্স বাজতে থাকায় তারা ঘরে ঠিক করে পড়াশোনা করতে পারেনি। পরীক্ষার আগের রাতে বিস্রাম করাটাও অত্যন্ত জরুরি কিন্তু উচ্চস্বরে ডিজের শব্দে রাতের ঘুম্ব প্রায় উরেই গেছিলো তাদের।
অনেক অভিবাবক এবিষয়ে মেলা কমিটিকে জানাতে চাইলেও সাহস করে কেউ কিছু বলতে পারেননি। ফলে একদিকে যেমন পড়ার ব্যাঘাত ঘটেছে তেমনি শব্দ দূষণে গোটা এলাকার লোকেরা বিরক্ত হয়ে উঠেছে।
অভিবাবকদের দাবি, এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন, যাতে ভবিষ্যতে পরীক্ষার সময় এমন ঘটনা আর না ঘটে। এতো বড় একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় কিভাবে অনুমতি ছাড়া এই ধরনের উচ্চ শব্দে অনুষ্ঠান চলতে পারে, সেটাও এখন প্রশ্নের মুখে।