মালদা শহরে একাধিক মার্কেটে হানা দিল জেলা উপভোক্তা,বাজেয়াপ্ত বেশ কয়েকটি ওজন যন্ত্র
Malda markets

The Truth of Bengal: মালদা শহরের একাধিক মার্কেটে ওজন কারচুপির অভিযোগ উঠে আসছিল। এবার এই অভিযোগ পেয়ে মঙ্গলবার সাত সকালে শহরের একাধিক মার্কেটে হানা দিল জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হলো বেশ কয়েকটি ওজন যন্ত্র। এদিন তারা মালদা শহরের নেতাজি মাছ বাজার, মাংসের বাজারে অভিযান চালান। অভিযানে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ ওজনযন্ত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। সেই সঙ্গে দু-একজনের ওজনযন্ত্রে কারচুপিও হাতেনাতে ধরেন তারা।
আর কারচুপি’ ধরার পরপরই আইন মেনে ওই ব্যবসায়ীদের ফাইন করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় কেস রুজু করা হয়-এমনটাই জানান জেলা বৈধ পরিমাপ আধিকারিক ও জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা।
জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিক সুদীপ চক্রবর্তী জানান, ”ওজন কারচুপির অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। বেশকিছু মেয়াদ উত্তীর্ণ ওজনযন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে দু-একজনের ওজনযন্ত্রে কারচুপিও ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
জেলা বৈধ পরিমাপ আধিকারিক সুব্রত সরকার জানান, ”ওজন কারচুপি রোধে আমরা অভিযান চালিয়ে যাব। যেকোনো অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”