রাজ্যের খবর

দিঘা মেরিন ড্রাইভের পাশে সেজে উঠছে পক্ষী উদ্যান

Digha Bird Park

The Truth of Bengal: বাংলার পর্যটন মানচিত্রে দিঘা একটি বিশেষ নাম। রাজ্যের নতুন তৃণমূল সরকারের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সেই দিঘা এখন অনেকটাই বদলে গিয়েছে। দিঘা এখন শুধু আর রাজ্যের পর্যটকদের কাছে আকর্ষণীয় নাম নয়, ভিনরাজ্যের পর্যটকদের কাছেও দিঘা এখন পরিচিত নাম। দিঘায় সারাবছর পর্যটকদের আনাগোনা থাকে।

শীতের মরসুম আসন্ন। এবার পর্যটকের ভিড় উপচে পড়ার অপেক্ষা। এখন শুধু দিঘার সৈকত নয়। আশপাশে অনেক দর্শনীয় জায়গা গড়ে তোলা হয়েছে সরকারের উদ্যোগে। মুম্বইয়ের ধাঁচে গড়ে তোলা হয়েছে মেরিন ড্রাইভ। সেই মেরিন ড্রাইভের পাশে বসে একদিকে সমুদ্র। অন্যদিকে নিরিবিলি জঙ্গলে পরিযায়ী পাখি দর্শন। শান্ত নিরিবিলি পরিবেশে মন কেমন করা মুহূর্ত। অপেক্ষার প্রহর শুরু। শীতের শুরুতে আয়োজন সারা। নভেম্বর থেকে পরিযায়ী পাখিদের আসা শুরু হয়ে যায়। ইতিমধ্যে অনেক পাখি এসে গিয়েছে।

দিঘা মেরিন ড্রাইভের পাশে পরিযায়ী পাখি দেখার অপেক্ষায় পর্যটকরা। সেজে উঠেছে পাখি দেখার উদ্যান। পরিযায়ী পাখিরা যাতে নিরাপদভাবে আনাগোনা করতে পারে তার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত সমানে নজরদারি চালানো হবে। মেরিন ড্রাইভের পাশে এবার পরিযায়ী পাখি দেখার অপেক্ষায় পর্যটকরা। পর্যটকরা যাতে নিশ্চিন্তে পাখি দেখতে পারেন তার জন্য নো হর্ন জোন ঘোষণা করা হয়েছে। বোর্ড লাগানো হয়েছে। পর্যটকদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। একদিকে একান্তে নিরিবিলিতে সময় কাটানো। অন্যদিকে শীতের রোদ গায়ে মেখে পরিযায়ী পাখি দর্শন। শীতেরাগ্মনের সঙ্গে সঙ্গেই বদলে যাবে দিঘার পক্ষী উদ্যানের ছবি।

Free Access

Related Articles