ছাত্রের কোমরে দেশি বন্দুক! চাঞ্চল্য শীতলকুচি কলেজে
Desi gun in the student's waist! Chanchalya Sheetalkuchi College

Truth Of Bengal: শিক্ষা মহলেও কি এখন স্বেচ্ছাচারিতা করা যায়? এমনই দৃশ্যের দেখা মিলেছে কলেজে। তবে এটি কলেজ কম গুন্দাবাজির আখড়াই বেশি। এমনই অভিযোগ উঠেছে।
ছাত্রের কোমরে দেশি বন্দুক! চাঞ্চল্য শীতলকুচি কলেজে pic.twitter.com/0upkezb8E9
— TOB DIGITAL (@DigitalTob) December 15, 2024
এমনই দৃশ্যের দেখা মিলল শীতলকুচি কলেজে। বন্ধুক নিয়ে ঘুরছে এক ছাত্র নেতা। সাথে কলেজে উদ্ধার বন্দুকও। এই নিয়েই এবার প্রশ্নের মুখোমুখি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বন্দুক নিয়ে ঘুরছে ছাত্র নেতা তবে কি করছে শিক্ষা প্রতিস্থানের কর্মকর্তারা। কিন্তু এ সকল অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত।
কিছুদিন আগেই কলেজের নতুন ইউনিট কমিটি ঘোষণা হয়েছে। ইউনিট ঘোষণার পর থেকেই একের পর এক ঘটনা ঘটছে এই কলেজে। এবার শনিবার ঘটে গেল আরও এক ঘটনা। শনিবারই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠক ছিল কলেজে।
সূত্রের খবর, বৈঠক চলাকালীন সময়েই তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি কলেজের প্রাক্তন ছাত্র নেতা মাসুম আখতার সঙ্গীদের নিয়ে কলেজে আসেন। তারপরই তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সদস্যদের সঙ্গে ঝামেলার সূত্রপাত হয়।
এই ঝামেলা যখন এক চরম পর্যায়ে পৌঁছায় সেই সময় মাসুমের কোমরে থাকা দেশি বন্দুক মাটিতে পড়ে যায় বলে অভিযোগ। ইতিমধ্যেই মাসুমের নামে কলেজ কর্তৃপক্ষ শীতলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
যদিও পুলিশ আসার আগে কলেজ থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছাত্র নেতা। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। সাথে অভিযুক্তর খোঁজ চলছে। এদিকে এই ঘটনার জেরে প্রশ্ন উঠেছে কলেজের সার্বিক নিরাপত্তা নিয়ে।