বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত উপপ্রধানকেই পঞ্চায়েতে ঢুকতে বাধা খুনের হুমকি
Deputy Head of Kankalitla Panchayat Blocked from Entering Office, Threatened with Death

Truth of Bengal: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তাল শান্তিনিকেতনের কঙ্কালীতলা সংলগ্ন এলাকা। বুধবার তৃণমূলের লায়েকবাজারের নতুন কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ। তার অভিযোগ বোলপুর শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ হানিফ কাজী ও তার কিছু সহযোগী মামন শেখ কে গত দুই মাস ধরে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এমনকি তাকে খুন করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গত দুই মাস আগে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে হঠাৎ করেই প্রচুর সংখ্যক বহিরাগত মানুষ এসে উপ প্রধানের সরকারি চেয়ারে বসে যায়। তারপর থেকেই পঞ্চায়েতে ঢুকতে পারছেন না মামন শেখ এমনটাই বলে অভিযোগ। তাকে কোনোরকম সহযোগিতা করছে না তৃণমূলের কোনো নেতৃত্ব।
এই বিষয় জানিয়ে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানা সহ বীরভূম জেলা পুলিশ সুপারকে ও অন্যান্য পুলিশ আধিকারিকদেরকে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মামন শেখ। উল্লেখ্য, মামন শেখ পঞ্চায়েত ও গত লোকসভা নির্বাচনে কাজল শেখের সঙ্গেই এলাকার দায়িত্ব সামলে ছিলেন। কিন্তু দীর্ঘ দুই বছর পর অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্ত হয়ে বোলপুরে ফিরে আসার পরই ঘটনায় পরিবর্তন শুরু হয়।
অনুব্রত মণ্ডলের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলেন মামন শেখ। তারপর থেকেই কঙ্কালীতলা পঞ্চায়েতে অস্থিরতা তৈরি হয়েছিল। এমনকি অঞ্চল সভাপতির পথ থেকে সরিয়ে দেওয়া হয় মামন শেখকে। তারপর পঞ্চায়েতের উপ প্রধান মামন শেখের এমন সাংবাদিক বৈঠক স্বাভাবিকভাবেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে এনেছে। অন্যদিকে এই চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রেক্ষিতে বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজী কে ফোন করা হলে তিনি কোন কথা বলতে চাননি।