রাজ্যের খবর

ডেবরায় ১৩ হাজার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল ডেবরা থানার পুলিশ

Debra police recovered 13 thousand prohibited cough syrup in Debra

The truth Of Bengal,শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পিক আপ ভ্যান ভর্তি ১৩ হাজার কফ সিরাপ উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ! ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসা বাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ। গতকাল মধ্যরাতে ডেবরার জোতঘনশ্যাম এলাকায় একটি পিক আপ ভ্যানকে ধাওয়া করে এই নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার করে পুলিশ।

ঘটনায় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ। এই কফ সিরাপের বাজার মুল্য লক্ষাধিক টাকা। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন ডেবরা থানার পুলিশ পিক আপ ভ্যানটিকে ধাওয়া করে ধরে। দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

জোতঘনশ্যাম থেকে আষাড়ী ১৬ নং জাতীয় সড়কের দিকে আসছিল গাড়ীটি। আটক করে তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও সন্ধান চালাচ্ছে পুলিশ।