রাজ্যের খবর

পুকুর থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! খুনের কারন নিয়ে ধোঁয়াশায় পুলিশ

Bankura

The Truth of Bengal: পুকুর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে বাঁকুড়ার ওন্দা থানার মিশ্র পাড়া এলাকা একটি পুকুরে। ইতিমধ্যেই পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজে। মৃত যুবকের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ। পরিবারের দাবি, পরিকল্পনা করে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ওন্দা পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতের নাম তরুন মিশ্র, বয়স ৪৩। মৃতের বাড়ি মিশ্রপাড়া এলাকাতেই। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতের ঘাড়ে ও পেটে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবক ওন্দা স্টেশন রোডের একটি দোকানে কর্মচারী ছিল। পরিবারের দাবি সোমবার সকালে বাড়ি থেকে বের হন তিনি। তারপর থেকেই আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যেবেলায় স্থানীয় এলাকার পুকুরের পাড়ে রক্ত দেখে এলাকার মানুষ। পরে ওই পুকুরের জলে ভাসতে দেখা যায় ওই যুবককে। খবর পেয়ে ওন্দা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে।

পরিবারের দাবি, পরিকল্পনা করেই খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কি কারনে এই খুনের ঘটনা তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। যুবককে কে বা কারা খুন করেছে, তা এখনও জানা যায়নি। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ তদন্তে নেমেছে ওন্দা থানার পুলিশ।

Free Access

Related Articles