রাজ্যের খবর

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী,উন্নয়ন প্রকল্প পর্যালোচনা

Chief Minister visits North Bengal, reviews development projects

Truth of Bengal: ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,এমনটাই শোনা যাচ্ছে। ১১ নভেম্বর মুখ্যমন্ত্রী শিলিগুড়ি যেতে পারেন। ২দিন থাকতে পারেন শৈলশহর দার্জিলিংয়ে। যেতে পারেন কোচবিহারের শীতলকুচি।১৪তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে থাকতে পারেন বাংলার প্রশাসনিক প্রধান। নবান্নের অলিন্দে নিজেকে বন্দি না রেখে জেলা সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওয়ার্ক কালচার বাড়ানোর লক্ষ্যে জেলাপ্রশাসনকে চাঙ্গা করার চেষ্টা করেন প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে। মূলতঃ উন্নয়নের কাজকে অগ্রাধিকার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বরাবরই বিকেন্দ্রীকৃত পথে বিকাশের ধারা অব্যাহত রাখতে আগ্রহী প্রশাসনিক প্রধান। সেইমতো রাজ্যের সব অংশের মতোই উত্তরবঙ্গের উন্নয়নকে তিনি পাখির চোখ করেন। অনুন্নয়নের অভিযোগ করেন বিরোধীরা। বিরোধী শিবিরের সেই অভিযোগ খণ্ডন করতে শিল্প-বাণিজ্যের মতোই উত্তরবঙ্গের পর্যটনের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প নিয়েছেন। কতটা এগোল পাহাড় আর সমতল তা দেখতে আবারও   উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১১তারিখ পৌঁছাতে  পারেন  শিলিগুড়িতে। মূলতঃ উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজ পর্যালোচনা করার বিষয়টি এই সফরে গুরুত্ব পেতে পারে। বেশকিছু কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৪তারিখ পর্যন্ত উঃবঙ্গে থাকার কথা মুখ্যমন্ত্রীর ।মুখ্যমন্ত্রী ২দিন থাকতে পারেন  শৈলশহর দার্জিলিংয়ে। এর পাশাপাশি শীতলকুচিতেও যাওয়ার কথা রয়েছে মমতার। উল্লেখ্য,উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করে।

প্রশাসিনক সুবিধার জন্য উত্তরকন্যা তৈরি করেছেন।উত্তরকন্যা থেকেই প্রশাসনিক কাজকর্ম রূপায়ণ করে রাজ্য সরকার। উত্তরবঙ্গের পর্যটন,চা শিল্পের বিকাশে বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন।শৈলশহর দার্জিলিংয়ে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশকে অগ্রাধিকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।যাতে উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় না আসতে হয় কাজের খোঁজে সেজন্য সার্বিক উন্নয়নের কাজকে জোর দিচ্ছেন তিনি।

সেইমতো কাজ চলছে, এই শিল্পোয়ন্ননের। সামগ্রিক বিষয় মুখ্যমন্ত্রীর সফরের সময় আলোচনায় উঠে আসতে পারে বলে আভাস মিলছে। উন্নয়নের কাজকে তরান্বিত করতে এই সফরে বেশকিছু নির্দেশও দিতে পারেন প্রশাসনিক প্রধান।তাই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

Related Articles